Tuesday, November 4, 2025

ফের ক্রিকেট মাঠে ম.র্মান্তিক ঘটনা, ব্যাট করার সময় মৃ.ত্যু পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের

Date:

ফের ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। মাঠে ব্যাট করার সময় মৃত্যু হল এক ক্রিকেটারের। পাকিস্তানি বংশোদ্ভূত ওই ক্রিকেটারের নাম জুনেইদ জাফর খান। বয়স হয়েছিল ৪০ বছর। জানা যাচ্ছে, তীব্র তাপপ্রবাহের ফলে মৃত্যু হয়েছে জুনেইদের। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। সেখানেই হচ্ছিল ম্যাচ। ২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় আসেন জুনেইদ। একটি প্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। তার ফাঁকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতেন তিনি।

জানা যাচ্ছে, ম্যাচ চলছিল ওল্ড কনকোর্ডিয়ান্স ও প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ান্সের মধ্যে। কনকোর্ডিয়ান্স দলের হয়ে খেলেন জুনেইদ। জানা যাচ্ছে, যেখানে খেলা হচ্ছিল, সেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন জুনেইদ। দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। প্রথমে নাকি ৪০ ওভার ফিল্ডিং করেন জুনেইদ। এরপর যখন ৭ রানে ব্যাট করছিলেন, তখন মাঠেই অজ্ঞান হয়ে যান তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। তার মধ্যে কেন খেলা হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন ।

জুনেইদের মৃত্যুতে শোকপ্রকাশ করে ওল্ড কনকোর্ডিয়ান্স । তাদের তরফ থেকে জানানো হয়েছে, “আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কনকোর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলাকালীন তাঁর দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু ঘটে। প্যারামেডিকসের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইল।“

আরও পড়ুন- আরসিবির নেতা পতিদারকে নিয়ে মুখ খুললেন বিরাট, নতুন অধিনায়ককে নিয়ে কী বললেন কোহলি?

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version