Friday, July 4, 2025

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! খাস কলকাতায় ‘ঘুষ দিয়ে পদ পাওয়া’ নিয়ে পোস্টার

Date:

Share post:

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল। হুগলি, বসিরহাট, বাঁকুড়ার পরে এবার পোস্টার খাস দক্ষিণ কলকাতায়। জেলা সভাপতির বিরুদ্ধেই টাকা ও মূল্যবান সামগ্রীর বদলে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে পোস্টার (Poster) দিয়েছে পদ্মশিবিরেরই একাংশ।

মঙ্গলবার সকালে ঢাকুরিয়া-সহ একাধিক জায়গায় দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং এর ছবি দিয়ে অজস্র পোস্টার নজরে পড়ে। সেই পোস্টার সাঁটা রয়েছে ঢাকুরিয়ায় বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়-সহ একাধিক জায়গায়।

কী লেখা রয়েছে সেই পোস্টারে?
“টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন!
যোগাযোগ করুন, জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের সঙ্গে!“
পোস্টারের তলায় লেখা “সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ!“

এ নিয়ে সকাল থেকেই আলোচনা রাজনৈতিক মহলে। বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল নতুন ঘটনা নয়। বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের আলাদা লবি। তাঁদের অনুগামীদের মধ্যে প্রায়ই দ্বন্দব লেগেছে থাকে। এর পাশাপাশি আছে, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, বিধায়ক, সাংসদদের মধ্যে কোন্দল। সব মিলেয়ে বঙ্গে পদ্মবনে ঝড় ওঠে প্রায়ই। আর তাতেই নয়া সংযোজন এই পোস্টার-কাণ্ডে।

গত নির্বাচনের আগেই বিজেপিতে কামিনী-কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন খোদ বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Ray)। সেই সময় বেশ কয়েকজন গেরুয়া শিবিরের নেতা তাঁকে সমর্থনও জানান। ফের সেই কাঞ্চনমূল্যে পদ পাওয়ার অভিযোগ উঠল।
আরও খবরনিয়োগ মামলায় রাজসাক্ষী: গোপন জবানবন্দিতে কী বললেন পার্থর জামাই কল্যাণময়

দোলের দিন বিজেপির তরফে রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে। আর সেটা হতে ১৮টি সাংগঠনিক জেলার সভাপতির নামে আপত্তি উঠেছে। অভিযোগ, টাকার বিনিময়ে পদ বিলি করা হয়েছে। এর আগে এই অভিযোগে জেলায় জেলায় পোস্টারও পড়েছিল। এবার খাস কলকাতায় টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। গেরুয়া শিবিরের অন্তর্কলহ ছাপা হয়ে গেল দেওয়ালে।

spot_img

Related articles

এগিয়ে থেকেও সুরুচির সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রথমার্ধে গুইতের (Guite) গোলে এগিয়ে...

সোমবার থেকেই কসবার আইন কলেজে শুরু পঠনপাঠন!

কসবার আইন কলেজে (Kasba Law College) গণধর্ষণের অভিযোগের পর থেকে বন্ধ পঠন-পাঠন। এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ...

মুখ্যমন্ত্রীর আপত্তি অগ্রাহ্য করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালাতে মরিয়া কমিশন

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী...

দিল্লিতে রেকর্ড বিক্রি বাংলার আমের, এরাজ্যের হিমসাগর- লক্ষণভোগে মজেছে রাজধানী

নয়াদিল্লির হ্যান্ডলুম হাটে (Handloom Hut, New Delhi) চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা ও হ্যান্ডলুম-হ্যান্ডিক্রাফ্ট এক্সপো ২০২৫-এ (Bengal Mango Fair...