Thursday, August 21, 2025

অক্সফোর্ড-সহ ব্রিটেনের ৩ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলার উন্নয়নের কথা শোনাবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ই নয় আরও শিক্ষা প্রতিষ্ঠানেও ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee)। সেখানে গিয়ে বাংলার উন্নয়নের কথা শোনাবেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পর লন্ডনের (London) আরও কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছেন তাঁকে। ব্রিটেনের কুইন মেরি ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের তরফেও আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে ২৪-২৬ মার্চের মধ্যে সেখানে বাংলার মহিলা উন্নয়ন নিয়ে তিনি বক্তৃতা দেবেন। তুলে ধরবেন বাংলার নারী উন্নয়নের কথা। বাংলার সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো যেসব প্রকল্প নিয়েছে, তা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্তস্বরূপ তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। শোনাবেন নিজের জীবন-সংঘর্ষের কাহিনিও। বিশ্বমঞ্চে তাঁর সেই কাহিনি অনুপ্রেরণা জোগাবে বলেই আমন্ত্রণের পর আমন্ত্রণ আসছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের পর পর কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানিয়ে নবান্নে (Nabanna) চিঠি এসেছে। ২১ মার্চ ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠাসা কর্মসূচির মধ্যে নতুন করে কোথায় তিনি বক্তৃতা দেবেন, তা এখনও সুস্পষ্ট নয়।
আরও খবরবিষ্ণুপুর-সাতগাছিয়ার মেগা ক্যাম্পে সারপ্রাইজ ভিজিট অভিষেকের

কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রায় পঁয়ষট্টি শতাংশ পড়ুয়া কৃষ্ণাঙ্গ, এশীয় এবং সমাজের অনগ্রসর সম্প্রদায়ের। উচ্চশিক্ষার জন্য অদম্য লড়াই চালাচ্ছেন তাঁরা। তাই তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনি আর লড়াই-এর কথা তুলে ধরতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী অদম্য জেদ, আত্মবিশ্বাস আর জীবনী শক্তির মাধ্যমে বাংলাকে উন্নীত করেছেন, পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভরতাকে বিশ্ববন্দিত করে তুলতে পেরেছেন, তা পড়ুয়াদের জানা দরকার বলে মনে করে লন্ডনের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

spot_img

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...