Tuesday, December 16, 2025

কলকাতা দায়িত্ব পেয়ে খুশি, প্রথম ম্যাচে নামার আগে বললেন রাহানে

Date:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে নাইট ব্রিগেড। আসন্ন মরশুমে নতুন নেতা কেকেআরের। কলকাতা নেতা করা হয়েছে অজিঙ্কে রাহানেকে। আর নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জিঙ্কস। বললেন গর্বিত তিনি।

এদিন সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর অধিনায়ক বলেন, “এমন একটা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ। খুব কঠিন দায়িত্ব। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি চাইব সব কিছু সহজ ভাবে রাখতে। এর আগে মুম্বইয়ের হয়ে চন্দ্রকান্ত পণ্ডিত স্যর এবং আমি একসঙ্গে কাজ করেছিলাম। জানি স্যর কীভাবে দল চালাতে পছন্দ করেন। খুবই শৃঙ্খলাপরায়ণ উনি। জানেন কী ভাবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে হয় । এখানেও সেই একই জিনিস হবে।“ এখানেই না থেমে জিঙ্কস আরও বলেন, “আমি দলের ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা বলি। মাঠে নিজের মতো খেলতে দিই। আমি মনে করি, দলের সকলে যদি একে অপরকে বুঝতে পারে এবং নিজের মতো খেলতে পারে, তাহলে সাফল্য আসবেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবার ট্রফি জেতা। এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত। এই মরশুমে আমরা নিজের সেরাটা দিতে চাই।“

মেগা নিলামে দেড় কোটি টাকা দিয়ে রাহানেকে কিনেছে কলকাতা। দু’বছর আগে কেকেআরে ছিলেন তিনি। এবার আবার ফিরলেন এবং পেয়েছেন অধিনায়কের দায়িত্বও। গতবছর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। সেই দলেরই দায়িত্ব এবার রাহানের উপর।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত অধিনায়ককে বিশেষ পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Related articles

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...
Exit mobile version