Wednesday, December 3, 2025

মহাকুম্ভের জাঁকজমক: মোদির মুখে কুম্ভে মৃতদের জন্য শ্রদ্ধা কোথায়, খোঁচা রাহুলের

Date:

Share post:

অস্থির দেশের অর্থনীতি। অস্থির উত্তর-পূর্বের মণিপুর (Manipur)। একের পর এক অপরাধ প্রবণতা বাড়ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। সবকিছুকে ধামাচাপা দিতে লোকসভায় মহাকুম্ভকে (Mahakumbh) তুলে ধরার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। অন্য সব বিষয়কে পাশে সরিয়ে রেখে লোকসভায় শুধুমাত্র মহাকুম্ভ নিয়ে বক্তব্য দিতে উঠলেন নরেন্দ্র মোদি। তাঁর মুখে জায়গা পেল না মহাকুম্ভে স্বজন হারানো মানুষদের কথা। তাই নিয়েই কটাক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)।

ভারতের বিরাট জাঁকজমক করার ক্ষমতাকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে মহাকুম্ভ, লোকসভায় কুম্ভ নিয়ে বক্তৃতায় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি জাতির জাগরণের বার্তা দিয়েছে মহাকুম্ভ (Mahakumbh), এমনটাই দাবি করেন তিনি। লোকসভার বাজেট প্রশ্নোত্তর পর্বে মহাকুম্ভকেই ভারতের শক্তিপ্রদর্শণের ক্ষমতা হিসাবে তুলে ধরার চেষ্টা করেন দেশের প্রধানমন্ত্রী (Prime Minister)।

মহাকুম্ভ নিয়ে বক্তব্যে প্রধানমন্ত্রী লোকসভায় বলেন, দেশের কোটি কোটি মানুষের অবদান রয়েছে মহাকুম্ভকে সফল করে তুলতে। মহাকুম্ভের (Mahakumbh) এই সাফল্য দেশের জাগরণ এবং নতুন সাফল্যের প্রতি উদ্বুদ্ধ করবে। যারা ভারতের ক্ষমতাকে নিয়ে প্রশ্ন করে তাদের উত্তর দিয়েছে মহাকুম্ভ।

আর সেখানেই কটাক্ষ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। বাজেট আলোচনাতে প্রধানমন্ত্রী মহাকুম্ভ নিয়ে বললেও তার উত্তর দিতে কোন সুযোগই দেওয়া হয়নি বিরোধী দলনেতাকে। লোকসভার বাইরেই রাহুল গান্ধী মোদীকে কটাক্ষ করে বলেন মহাকুম্ভ দেশের ইতিহাস ও সংস্কৃতির বাহক। সে সম্পর্কে প্রধানমন্ত্রীর (Prime Minister) বক্তব্যকে আমি সমর্থন করি। কিন্তু আমার অভিযোগ, তিনি কুম্ভে (Mahakumbh) যারা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন না। যে যুবকরা মহাকুম্ভে পুণ্য লাভের আশায় গিয়েছিলেন তাঁদের কর্মসংস্থান নিয়ে কোন বার্তাই দিলেন না দেশের প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রাণ গিয়েছে ৩৯ জন মানুষের। এখনও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।...

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...