Sunday, August 24, 2025

দুই লক্ষাধিক বাংলার বাড়ি পুর-এলাকাতেও, প্রান্তিক মানুষদের জন্য পরিকল্পনা মমতার

Date:

প্রান্তিক মানুষদের জন্য মাথার উপর ছাদ দিতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু গ্রাম নয়, শহরের প্রান্তিক মানুষদের কথাও সমানভাবে ভাবছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই পুরবাসীর জন্য আরও ২ লক্ষ ১০ হাজার বাংলার বাড়ি দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। নবান্নের তরফে আগামী পাঁচ বছরের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

শহরাঞ্চলে এক একটি বাড়ি তৈরির জন্য রাজ্য দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা। সেখানে কেন্দ্র দেয় মাত্র দেড় লক্ষ টাকা। কিন্তু এক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনা জারি রয়েছে। এই খাতেও কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য আটকে রয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা।

সোমবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের জন্য মাথার উপর ছাদ সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য। সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং হচ্ছেও। উত্তরণবাসীদের পুনর্বাসন এবং ক্রেডিট লিঙ্কড ভর্তুকির মাধ্যমে আর্থিকভাবে দুর্বল অংশের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ করে দেওয়া হয়। বসবাসযোগ্য বাড়ি তৈরির সহায়তা ছাড়াও উন্নত সামাজিক মর্যাদা প্রদানেরও ব্যবস্থা করে রাজ্য সরকার। এখনও পর্যন্ত ৩ লক্ষ ১৫ হাজারের বেশি বাড়ি তৈরি হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য আরও ২ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।

এই প্রকল্পের অধীনে উত্তরণবাসীদের জন্য চারতলা বাড়িও তৈরি হয়। এক একটি বাড়িতে ১৬টি পরিবার বসবাসের জন্য ফ্ল্যাট পেয়ে থাকেন। কলকাতা শহরেই এমন ৩,৫৪২টি ইউনিট তৈরি হয়ে গিয়েছে। এক্ষেত্রে আগামী পাঁচ বছরে ১০ হাজার ইউনিট তৈরি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার গ্রামীণ এলাকার জন্য ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা প্রদান করেছে রাজ্য। সেই সঙ্গে আরও ১৬ লক্ষ বাংলার বাড়ি দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের গ্রামীণ এলাকায়।

আরও পড়ুন- বিতর্কিত মন্তব্যের জন্য হুমায়ুনকে চূড়ান্ত সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি, মানতে হবে ৩ শর্ত

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version