আজ বিধানসভায় স্বাস্থ্যবাজেট নিয়ে আলোচনা, অধিবেশনে থাকবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের (Budget session in Assembly) শেষ পর্বে বুধবার স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা হতে চলেছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শেষ হবে, তার আগে আজ হাউসে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কী বার্তা দেবেন তিনি সেদিকে নজর থাকবে সব মহলের। চলতি অধিবেশনে বারবার বিধানসভায় ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে বিরোধীরা, শেষ দুদিনেও উত্তপ্ত পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এই পর্বের অধিবেশনে রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক দফতরের বাজেট নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের স্বাস্থ্য দফতরের বাজেট নিয়ে আলোচনা। আর জি করের (RG Kar Medical College and Hospital) ঘটনা এবং তার পরবর্তীকালে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এদিনের আলোচনায় উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।