Monday, November 10, 2025

সদ্য আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান। শনিবার যুবভারতীতে এফসি গোয়াকে ২-০ হারিয়ে ৫৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে তারা। ম্যাচ শেষে গোটা স্টেডিয়ামে ছিল উৎসবের আবহ। শিল্ড হাতে পেয়ে উচ্ছ্বাসে মাতেন মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বসু থেকে শুরু করে কামিন্স-দিমিরা। তবে এই আনন্দ উৎসব আরও বাড়িয়ে দিয়েছিল এক বিশেষ উপহার। মায়ামি থেকে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি শুভেচ্ছা জানিয়েছেন মোহনবাগান দলকে। শুধু তাই নয়, দলের ফুটবলারের জন্য সই করে দিয়েছেন জার্সিতে। সেই জার্সি শনিবার মোহনবাগান প্লেয়ারদের হাতে তুলে দেন শতদ্রু দত্ত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও সই করা জার্সি উপহার পাঠিয়েছিলেন লিওনেস মেসি। বুধবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়কের সেই উপহার তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। এদিন একবালপুরে দাওয়াত-এ-ইফতারে মেসির শুভেচ্ছা বার্তা-সহ সই করা সেই জার্সি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে। আর্জেন্টিনা জাতীয় দলের এই জার্সিতে স্প্যানিশ ভাষায় লেখা রয়েছে মেসির শুভেচ্ছা বার্তা। সঙ্গে সইও।

প্রসঙ্গত, কলকাতার সঙ্গে মেসির সম্পর্ক বহুদিনের। ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে এসেছিলেন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। মাত্র একটা ম্যাচের জন্য কলকাতায় পা রাখলেও, এই শহর থেকে তিনি যে ভালবাসা পেয়েছিলেন, সেটা আজও ভুলতে পারেননি মেসি। তাই অনেকগুলো বছর কেটে গেলেও, কলকাতার প্রতি টানটা একই রয়ে গিয়েছে মেসির। ২০২২ বিশ্বকাপ জেতার পর ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে মেসি এখন মার্কিন মুলুকের বাসিন্দা। আমেরিকার ফুটবল লিগে ইন্টার মায়ামির হয়ে খেলেন তিনি। সুদূর মায়ামি থেকেই বাংলার মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা বার্তা-সহ সই করা নিজেদের দেশের জার্সি উপহার হিসেবে পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন কলকাতার প্রতি তার ভালবাসা এখনও অটুট।

বাংলার জন্য এটা একটা স্মরণীয় বিষয় বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। এ ছাড়াও বাংলার আইকনিক ব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও মেসির সই করা জার্সি এনেছেন শতদ্রু। এখন শুধু সেগুলো হাতে তুলে দেওয়ার অপেক্ষা।জানা গিয়েছে এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে কলকাতায় আসতে পারেন মেসি। সেটার ব্যবস্থা করছেন শতদ্রু দত্ত। আগে যখন কলকাতায় এসেছিলেন, সেই কথাও জানিয়েছেন মেসি। সব ঠিক থাকলে আর কিছু মাসের অপেক্ষা। তারপরেই মিলবে মেসির দর্শন।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version