Tuesday, November 4, 2025

আইপিএলে মুম্বইয়ের বড় চ্যালেঞ্জ যশপ্রীত বুমরার না থাকা, প্রথম ম্যাচে নেই হার্দিকও

Date:

আইপিএল (IPL) দরজায় কড়া নাড়ছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স।গত মরসুমে তিন ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নির্বাসিত হার্দিক। আর সেটা এবারের ২৩ মার্চে সিএসকে বনাম মুম্বই ম্যাচে।প্রথম ম্যাচে তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এর পাশাপাশি মুম্বইয়ের বড় চ্যালেঞ্জ যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) না থাকা। টুর্নামেন্ট শুরুর আগে দলের তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে।

মুম্বই কোচ মাহেলা বলেন, যশপ্রীত বুমরা এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। ওর উন্নতি হচ্ছে। তবে ওর জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়। কী প্রতিক্রিয়া পাই ওকে নিয়ে সেটা গুরুত্বপূর্ণ। দিন দিন ও ভালোর দিকেই এগোচ্ছে। আশা করি ও তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। ওকে না পাওয়াটা সত্যিই বড় চ্যালেঞ্জ। ও বিশ্বের অন্যতম সেরা বোলার। ও আমাদের জন্য বছরের পর বছর ধরে অন্যতম সেরা অস্ত্র হিসাবে কাজ করেছে।এমনিতেই যশপ্রীত বুমরার বদলি খোঁজা কঠিন। তাই আইপিএল শুরুর আগে অঙ্ক মেলাতে হিমশিম অবস্থা হার্দিকের টিমের।

বুমরা না থাকা মানে স্বাভাবিকভাবেই তার পরিবর্তে অন্য কোনও বোলার প্রথম একাদশে জায়গা পাবেন। এই প্রসঙ্গে মাহেলা বলেন, এ বার এটাকে এই ভাবে দেখতে হবে যে, ও নেই মানে অন্য কেউ ওই জায়গায় সুযোগ পাবে। আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। দেখা যাবে কার যোগ্যতা কতটা। এভাবেই বিষয়টা দেখি আমি। দেখা যাক বিষয়টা কেমনভাবে এগোয়।

 

 

Related articles

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...
Exit mobile version