Friday, November 7, 2025

জন্মদিন পালনে লন্ডন থেকে ফিরেই খুন, দেহ ১৫ টুকরো করল স্ত্রীর সঙ্গে প্রেমিক!

Date:

তিনি বোধ হয় স্বপ্নেও ভাবেননি, এমনটা হতে পারে। ভাবলে হয়তো সতর্ক থাকতেন।স্ত্রীর জন্মদিন পালন করবেন বলে লন্ডন থেকে বাড়ি ফিরে এসেছিলেন পেশায় মার্চেন্ট নেভি অফিসার৷আর প্রাণ দিয়ে তার মূল্য চোকালেন তিনি।কারণ, নিজের স্বামীকেই প্রেমিকের সঙ্গে মিলে খুন করলেন স্ত্রী। শুধু তাই নয়, দেহ লোপাট করতে ১৫ টুকরো করল স্ত্রী৷যা জানার পর হতবাক সবাই।উত্তর প্রদেশের মিরাটের এই ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে৷

জানা গিয়েছে, স্বামীকে খুনের পর তার দেহের একাংশ ১৫ টুকরো করা হয়। দেহের বাকি অংশ একটি সিমেন্ট ভর্তি ড্রামে ভরে রাখে স্ত্রী এবং তার প্রেমিক৷ পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সৌরভ রাজপুত (২৯)৷ তার স্ত্রী মুসকান (২৭) এবং ওই তরুণীর প্রেমিক সাহিলকে (২৫) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷

প্রসঙ্গত, গত ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সৌরভ রাজপুত৷ পরিবারের অভিযোগ পেয়ে পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভের খোঁজ শুরু করে পুলিশ৷ তাদের সন্দেহ গিয়ে পড়ে তার স্ত্রী মুসকান এবং তার প্রেমিকের ওপর। দুজনকেউ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ জেরায় এমন কুকীর্তির কথা স্বীকার করে দুজনেই।গত ৪ মার্চই দু জন মিলে কুপিয়ে সৌরভকে খুন করে৷মৃতের দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীকে খুন করার পর প্রেমিকের সঙ্গে একটি পাহাড়ি এলাকায় ঘুরতে চলে যায় ওই যুবকের স্ত্রী৷ এমনকী, সৌরভের ফোন থেকে তার পরিবারের সদস্যদের মেসেজ পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে ওই তরুণী৷

অথচ মিরাটের ইন্দিরা নগর এলাকার বাসিন্দা সৌরভ প্রেম করেই ২০১৬ সালে মুসকানকে বিয়ে করেছিলেন৷ যদিও সৌরভের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তাই তিন বছরের কন্যাসন্তান এবং স্ত্রীকে নিয়ে ইন্দিরা নগরেরই একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন সৌরভ৷ শেষ পর্যন্ত এমন পরিণতি হবে কেউই ভাবতে পারেন নি।

 

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version