Wednesday, August 20, 2025

পুর নিয়োগ মামলায় অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। ফলে জেলমুক্তির কোনও সম্ভাবনা আপাতত নেই। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই আর্জি খারিজ হয়। এর আগে ইডি মামলায় জামিন পেলেও CBI মামলায় আর্জি খারিজ অয়নের।

পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হওয়ায় ২০২৩ সালে হাই কোর্টের নির্দেশ গ্রেফতার করা হয় প্রোমোটার অয়ন শীলকে (Ayan Shil)। পরবর্তীতে প্রাথমিক নিয়োগ মামলাতেও তাঁর নাম জড়ায়। ED ও CBI, উভয়ের তদন্তকারী সংস্থাই অয়নকে গ্রেফতার করে। ইতিমধ্যেই দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে পুর নিয়োগ মামলায় জামিন না মেলায় জেলেই থাকতে হচ্ছে তাঁকে। জামিন পেতে হাই কোর্টের দ্বারস্থ হন অয়ন।

এদিন মামলার শুনানিতে সিবিআই জানায়, “তদন্ত এখনও শেষ হয়নি।” পুরসভায় যাঁরা পাশ করতে পারেননি তাঁদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়নের (Ayan Shil) ভূমিকা রয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। হয়, ১৭ টি পুরসভা নিয়ে তদন্ত চলছে। অরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে আদালতে জানায় সিবিআই। পাল্টা অয়নের আইনজীবী জানান, শুধুমাত্র সাউথ দমদম পুরসভা নিয়ে তদন্ত হয়েছে। বাকি ১৬টি পুরসভা শেষ না হওয়া পর্যন্ত আটকে থাকতে হবে? সওয়াল করেন তিনি। দুপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শোনার পরে অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
আরও খবর: দাসপুরে মত্ত অবস্থায় গ্রামবাসীদের মারপিট, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version