Monday, November 3, 2025

‘সুনীতা একজন আইকন’, সমাজমাধ্যমে বিশেষ পোস্ট ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) থাকার পর পৃথিবীতে সুরক্ষিতভাবে ফিরতে পেরেছেন সুনীতা উইলিয়ামস-সহ চার মহাকাশচারী (NASA astronauts Sunita Williams, Butch Wilmore, Nick Hague, and Roscosmos cosmonaut Aleksandr Gorbunov)। এরপরই নাসার বিজ্ঞানীদের জন্য শুভেচ্ছা ভালোবাসার বন্যা সোশ্যাল মিডিয়ায়।সমাজমাধ্যমে সুনীতাদের সফল প্রত্যাবর্তনের আনন্দে বিশেষ পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Draupadi Murmu)।

বুধবার ভারতীয় সময় রাত সাড়ে তিনটা নাগাদ ফ্লোরিডার সাগরে নির্বিঘ্নে ফ্ল্যাশডাউন পদ্ধতিতে পৃথিবীর মাটি স্পর্শ করেন চার মহাকাশচারী। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রিহ্যাবে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উৎকন্ঠায় জেগেছিল গোটা বিশ্ব। এক্স হ্যান্ডলের পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ ক্রিউ-৯-কে স্বাগত। পৃথিবী আপনাদের অভাব অনুভব করছিল। এটা তাঁদের দৃঢ়তা, সাহস, চেতনা ও উদ্যমের একটা পরীক্ষা ছিল। সুনীতা উইলিয়ামস ও পুরো টিম আমাদের দেখিয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের কী ফল হতে পারে। অজানাকে জানার তাঁদের এই আগ্রহ ও দৃঢ়তা আরও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জোগাবে। মহাকাশ আবিষ্কারের এই কাজ ক্রমশই নিজের ক্ষমতার সীমা বাড়িয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে। আর তাকে বাস্তব করার পথে সুনিতা উইলিয়ামস একজন আইকন।’ নাসার নভোচরদের নির্বিঘ্নে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ যাঁরা করেছেন তাঁদেরও শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এক্স হ্যান্ডলে লেখেন, এই মিশনকে সফল ভাবে শেষ করার জন্য নাসা (NASA) শুভেচ্ছা। পৃথিবীতে সবাইকে স্বাগত। ভারতের মেয়ে সুনীতা উইলিয়ামস ও তাঁর সহ নভোচরদের শুভেচ্ছা। ওঁদের অধ্যাবসায়, আত্মত্যাগ, হাল না ছাড়া মনোভাব সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version