জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, পারদপতনে সামান্য স্বস্তি দক্ষিণবঙ্গে 

পশ্চিমী ঝঞ্ঝা – ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে আবহাওয়ার আচমকা ভোলবদল। বসন্তে অস্বস্তিকর গরম শুরু হতেই গলদঘর্ম হতে শুরু করেছিল দক্ষিণবঙ্গবাসী। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সব বিলিয়ে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই সামান্য হলেও পারদ পতন ঘটবে। যদিও এই স্বস্তি বেশি দিনের জন্য স্থায়ী হবে না।

এদিন সকাল থেকে কলকাতার (Kolkata) আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লে মেঘের দেখা মিলবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। আগামিকাল থেকে ঝড়-বৃষ্টি বাড়বে। শনিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে। এই মুহূর্তে উত্তর-পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। রবিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।