Friday, May 23, 2025

যেমন খুশি সোশ্যাল মিডিয়া থেকে তথ্য মুছেছে মোদি সরকার! অভিষেকের প্রশ্নে পর্দাফাঁস

Date:

Share post:

গত তিন বছরে সোশ্যাল মিডিয়ার (social media) একাধিক প্লাটফর্ম থেকে কত তথ্য মোছা হয়েছে এবং তার পিছনে কী কারণ, তা নিয়ে কোনো তথ্যই নেই মোদি সরকারের কাছে। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের ‘টেকডাউন’ (takedown) নোটিশের পরিসংখ্যান দাবি করলে কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রক কোনও তথ্যই দিতে পারেনি। মন্ত্রকের উত্তরে প্রমাণিত, যথেচ্ছভাবে পোস্ট মুছে ফেলা হয়েছে স্বৈরাচারী মোদি সরকারের সময়ে। সেক্ষেত্রে কোনও গুরুত্বই দেওয়া হয়নি বাক-স্বাধীনতা ও মত প্রকাশের সাংবিধানিক অধিকারকে।

লোকসভায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X formerly Twitter) এবং মেটা (Meta) থেকে তথ্য মোছার বিষয়ে বিভিন্ন মন্ত্রকের পরিসংখ্যান দাবি করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মন্ত্রক থেকে গত তিন বছরে কত পোস্ট মোছা হয়েছে এবং সেক্ষেত্রে কোন কোন কারণে সেইসব পোস্ট মোছা হয়েছে তা জানতে চান সাংসদ। যে পোস্ট মোছার আবেদন জানানো হয়েছে, তা কোন প্রক্রিয়া রিভিউ (review) করা হয়েছে এবং ‘টেকডাউন’ (takedown) নোটিসের পরে কী ফল হয়েছে তার বিস্তারিত জানতে চাওয়া হয় কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে।

সেই সঙ্গে অভিষেক প্রশ্ন করেন,, এই পোস্টগুলি মোছার আবেদনের ক্ষেত্রে সরকার সংবিধানের (constitutional) বাক-স্বাধীনতা (free speech) ও মত প্রকাশের স্বাধীনতাকে কীভাবে রক্ষা করেছে।

অত্যন্ত হতাশাজনক জবাব পাওয়া যায় সাংসদের এই বিষয়ক প্রশ্নের। বাস্তবে কোনও পরিসংখ্যানই পেশ করতে পারেনি কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রক (Electronics and Information Technology)। শুধুমাত্র ২০২১ সালের তথ্য সম্প্রচার আইনকে তুলে ধরা হয় উত্তর হিসাবে। পোস্ট মোছার (takedown) ক্ষেত্রে নয়টি কারণ উল্লেখ করা হয়। তবে কোন পোস্টের ক্ষেত্রে কোন কারণ কার্যকর, তার কোনও উল্লেখ নেই মন্ত্রকের জবাবে।

স্বাভাবিকভাবেই পোস্ট মুছতে (takedown) জনগণের সাংবিধানিক অধিকার (constitutional right) কীভাবে রক্ষা করেছে মোদি সরকার, তারও কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি মন্ত্রী জিতিন প্রসাদের মন্ত্রকের তরফে। সংসদে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী উপযুক্ত জবাব দিতে না পারায় লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...