Wednesday, November 5, 2025

পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, পুরস্কৃত হলেন সেরা প্রতিযোগীরা

Date:

প্রতি বছরই পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি একাডেমি প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে এবং এই বছরও তার ব্যতিক্রম ছিল না। এই বিশেষ দিনে সঙ্গীত একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সানন্দে। পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি এবং পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীরা তাঁদের সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতি পেলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তন্ময় বোস (আকাদেমির চেয়ারম্যান), প্রধান উপদেষ্টা পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সৈকত মিত্র। এ বছর সংগীতের ১৩টি এবং নৃত্যের ৭টি বিষয়ে প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৯ জনকে শংসাপত্র প্রদান করা হয় এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারী ৫৫ জনকে সম্মানিত করা হয়।

এদিনের অনুষ্ঠানে তন্ময় বোস বলেছেন, “যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদের শুভেচ্ছা, আর যাঁরা এবার পুরস্কৃত হলেন না, তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আগামী বছর আরও ভালো প্রস্তুতি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং পুরস্কৃত হন।” পণ্ডিত দেবজ্যোতি বোস আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল, সারা বাংলার যুব শিল্পীদের খুঁজে বের করে তাঁদের জন্য সুযোগ তৈরি করা এবং তাঁদের উৎসাহিত করা যাতে তারা গান, নৃত্য বা বাদ্যযন্ত্রের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি এবং পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি যে কাজ করছে তা প্রশংসনীয়।” অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা তাঁদের বক্তব্যের মাধ্যমে আরও অনেক প্রতিযোগীকে উৎসাহিত করেছেন এবং আগামীতে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আরও তরুণ শিল্পীদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছেন।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনার পরেও চাপবে না অতিরিক্ত করের বোঝা! বিধানসভায় স্পষ্ট জানালেন অর্থমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version