Wednesday, August 27, 2025

মেদিনীপুরে জমির চরিত্র বদল করে স্কুল! আদালতে বয়ান পার্থর বেয়াইয়ের

Date:

জমির চরিত্র বদল করে কৃষিজমি হয়েছে বাস্তু জমি। বৃহস্পতিবার, ইডির বিশেষ আদালতে এই বয়ান দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা। ইডির প্রাথমিক নিয়োগ মামলার বিচারপর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার, ইডির বিশেষ আদালতে সাক্ষী দেন অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বেয়াই। আর সেখানেই তিনি জানান, মেদিনীপুরের ফলের বাগান হয়েছিল বাস্তু জমি। সেই নথিও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। ২৪ ও ২৫ মার্চ ফের আদালতে সাক্ষ‌্য দিতে পারেন তিনি। ২৬ মার্চ সাক্ষ‌্য দেওয়ার কথা কল‌্যাণময়ের মামার এক আত্মীয়ের।

সাক্ষ‌্য চলাকালীন উল্লেখ করা হয় যে, প্রায় ১২টি সংস্থার নামে জমির দলিল, তিনটি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের পাসবই, সংস্থার অডিটের নথি কল‌্যাণময়ের মামার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ইডি। যে স্কুলের নাম করে টাকা তোলা হয় বলে অভিযোগ, তার জমির নথিও মিলেছে।

কল্যাণময়ের মামা এর আগে ৬ বার ইডির দফতরে গিয়ে বয়ান দেন। তিনটি জমির দলিল, একটি ফ্ল‌্যাটের দলিল, সংস্থার অডিট রিপোর্ট, বিমার শংসাপত্র দিয়ে আসেন। ইডিকে স্বেচ্ছায় বয়ান দিয়েছেন বলেও ইডির বিশেষ আদালতে জানিয়েছেন তিনি। এদিন তিনি জানান, মেদিনীপুরের ফলের বাগানকে বাস্তু জমি হিসেবে দেখানো হয়েছিল। সেই নথিও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। তাঁর পরিবার, পরিজনদের সম্পর্কেও তথ‌্য নেয় আদালত।

ইতিমধ্যেই এই মামলায় রাজসাক্ষী হয়েছেন পার্থর জামাই কল‌্যাণময়। অভিযুক্তর তালিকা থেকে বাদ গিয়েছে তাঁর নাম। মেদিনীপুরে পার্থ চট্টোপাধ্যায়ের স্কুলের কাছেই কল্যাণময়ের মামার বাড়ি। ২৪ ও ২৫ মার্চ ফের সাক্ষ‌্য দিতে পারেন কল‌্যাণময়ের মামা। ২৬ মার্চ সাক্ষ‌্য দেওয়ার কথা পার্থর জামাইয়ের আরেক আত্মীয়ের।

আরও পড়ুন- শেষ বিধানসভার বাজেট অধিবেশন! বিরোধী বিজেপির আচরণের সমালোচনা অধ্যক্ষ-মন্ত্রীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version