Saturday, November 8, 2025

সন্দেশখালির হাসপাতালে বরাদ্দ ঘোষণা রাজ্যের: প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর

Date:

কথা দিলে যে কথা রাখেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি (Sandeshkhali) গ্রামীণ হাসপাতালে সার্বিক উন্নয়ন ও বেড বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ৮ কোটি টাকা বরাদ্দ হল হাসপাতালের উন্নয়নের খাতে। সেইসঙ্গে পূর্ণ হল সন্দেশখালিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া প্রতিশ্রুতি।

গতবছর ডিসেম্বরে সন্দেশখালি  গিয়ে গ্রামীণ হাসপতালের (Sandesh rural hospital) উন্নতির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মত এই হাসপতালের উন্নতির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ফলে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালি গ্রামীণ হাসপতালের সার্বিক উন্নয়নের কাজ খুব দ্রুত শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ৩০ শয্যার হাসপাতালে বেড (bed) সংখ্যা বেড়ে হবে ৬০। এই হাসপাতালে প্রসূতিদের জন্য এবার থেকে সিজারের ব্যাবস্থা করা হচ্ছে। মিলবে পর্যাপ্ত অভিজ্ঞ চিকিৎসক। সন্দেশখালি-সহ আশেপাশে মানুষ পাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে চিঠিতে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, হাসপতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দের কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলে তিনি যে তা রাখেন তা আবারও প্রমাণিত হল। সন্দেশখালি (Sandeshkhali), হিঙ্গলগঞ্জ-সহ  সুন্দরবনের একটি বড় অংশের মানুষ এই গ্রামীন হাসপাতাল থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবার পাবেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবার দিচ্ছেন। এবার সেই তালিকায় সন্দেশখালির নামও জুড়ে গেল।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version