Sunday, November 16, 2025

নয়া জটিলতা! OBC শংসাপত্র নিয়ে ফের মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে

Date:

সুপ্রিম কোর্টে ওবিসি (অনগ্রসর শ্রেণি) মামলায় নতুন করে সমীক্ষা করার কথা জানিয়েছে রাজ্য সরকার। তবে এ ব্যাপারে বিরোধিতা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন জমা পড়েছে। মামলাকারীর আবেদন, যেখানে হাইকোর্টের নির্দেশ ছিল যে সব জনজাতির ভিত্তিতে সার্ভে করতে হবে, সেখানে মাত্র ১১৩ জনজাতির উপর কেন সমীক্ষা হবে?

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন মামলাদারের আবেদন গ্রহণ করা হয়েছে। হাইকোর্টে গত মে মাসে রাজ্য সরকারের তরফে জারি করা প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। ২২ মে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। আদালত বলেছিলেন, ২০১০ সালের পর তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ৭৭টি শ্রেণির অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, ৭৭টি শ্রেণির অন্তর্ভুক্তি সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ছিল এবং ধর্মের ভিত্তিতে কোনো সংযোজন করা হয়নি।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন রাজ্য সরকার জানায় যে, নতুন করে সমীক্ষা করবে এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন এই সমীক্ষার কাজ করবে। এই কাজ সম্পন্ন করতে তিন মাস সময় লাগবে বলে জানানো হয়। সুপ্রিম কোর্টও এই আর্জিতে সম্মতি জানিয়ে জুলাই মাসে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে।

এদিকে, কলকাতা হাইকোর্টে নতুন মামলার আবেদনের ফলে ওবিসি মামলায় নতুন জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন আইনজ্ঞরা।

আরও পড়ুন – পুলিশি নিরাপত্তা কারণ, ইডেন থেকে সরতে চলেছে কলকাতা-লখনউ ম্যাচ, হতে পারে গুয়াহাটিতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version