Thursday, November 13, 2025

হামাস ঘনিষ্ঠতার অভিযোগে ভারতীয় গবেষককে আটক ট্রাম্প প্রশাসনের!

Date:

প্যালেস্টাইনের সমর্থনে হামাস (Hamas)ঘনিষ্ঠতার কারণে ভারতীয় গবেষক বদর খান সুরিকে (Badar Khan Suri) আমেরিকায় আটক করল ট্রাম্প প্রশাসন (Donald Trump Government)। পাশাপাশি বাতিল করা হলো তাঁর ভিসাও (Visa)। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের (Department of Homeland Security, USA) খবরটি নিশ্চিত করা হয়েছে। মূলত ইহুদি-বিরোধী বক্তব্য ছড়ানো এবং হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে সোমবার সুরিকে আটক করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

ভারতীয় গবেষক বেশ কয়েক বছর ধরেই আমেরিকাতে আছেন। রিসার্চের কাজ করার পাশাপাশি ওয়াশিংটনের জর্জ ডাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি। বিয়ে করেছেন এক মার্কিন মহিলাকে। গত সোমবার রাতে ভার্জিনিয়ায় গবেষকের নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সুরির আইনজীবীর দাবি, জন্মসূত্রে বদরের (Badar Khan Suri) আমেরিকান স্ত্রীর প্যালেস্টাইন-যোগ রয়েছে। সে কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে। তবে আমেরিকার বুকে এই ঘটনা প্রথম নয়। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)মসনদে বসার পর এর আগেও একই ইস্যুতে একাধিক ভারতীয় ছাত্র ও গবেষক হয় গ্রেফতার হয়েছেন নয়তো দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রশাসন ভারতীয় গবেষকের ক্ষেত্রে যে ধারাটি প্রয়োগ করেছে, যা বহুল ব্যবহৃত নয় এবং আমেরিকার পররাষ্ট্রনীতিতে ‘হুমকি’ হিসেবে বিবেচিত হয়। কিন্তু সুরির কোনও অপরাধের রেকর্ড নেই। তাঁর আইনজীবী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই টার্গেট করা হচ্ছে বদরকে। মাত্র এক সপ্তাহ আগে আরেক ভারতীয় ছাত্র, রঞ্জনী শ্রীনিবাসনের বিরুদ্ধে ইহুদি বিরোধিতার অভিযোগ উঠেছিল। এরপর তিনি দেশে ফিরে আসেন। সুরির ক্ষেত্রেও কি সেরকম কিছু ঘটতে চলেছে? সূত্রের খবর গবেষকের ভিসা প্রত্যাহারে সায় রয়েছে সে দেশের বিদেস সচিব মার্কো রুবিও-র (Marco Rubio)। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version