Wednesday, August 20, 2025

বলে লালা ব্যবহার নিয়ে আইপিএল-এর আগে বড় সিদ্ধান্ত বোর্ডের : সূত্র

Date:

আসন্ন আইপিএল থেকে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আইপিএলে বলের উপর লালার ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। সব ঠিক থাকলে বলে থুতু লাগানোর নিয়ম আবার ফিরে আসতে পারে আসন্ন আইপিএল থেকেই। সূত্রের খবর, এই নিয়ে বৃহস্পতিবারই মুম্বইয়ে ক্যাপ্টেন্স মিটিং ডেকেছে ভারতীয় বোর্ড।

জানা যাচ্ছে, মুম্বইয়ে ক্যাপ্টেন্স মিটিং ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে বৈঠক হবে বোর্ডের হেড কোয়ার্টারে। সেই বৈঠকে দশ আইপিএল টিমের অধিনায়করা উপস্থিত থাকবেন। এই নিয়ে বোর্ডের এক সূত্র বলেন, “কোভিডের আগে পর্যন্ত বলে থুতু লাগানোর ক্ষেত্রে কোনও বাধা ছিল না। এখন সংক্রমণের ভয় আর নেই। তাই আইপিএলে থুতু নিয়ে নিষেধাজ্ঞা উঠে গেলে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানি লাল বলের ক্রিকেটে এর প্রভাব অনেক বেশি। তবে সাদা বলের ক্রিকেটেও যাতে কোনও ভাবে এটা বোলারদের সাহায্য করতে পারে সেটা দেখা উচিত। চালু হওয়া উচিত আইপিএল থেকেই। কারণ বিভিন্ন দিক থেকে এই প্রতিযোগিতা যুগান্তকারী। দেখা যাক কী হয়।“

কোভিড শুরু হওয়ার পর থেকে মানুষের থুতু থেকে সংক্রমণ ছড়াত। তা আটকাতে বলে থুতু লাগানোর নিয়ম বন্ধ হয়ে যায়। ২০২২ সালে আইসিসি পাকাপাকি বলে থুতু লাগানোয় নিষেধাজ্ঞা জারি করে।

তবে সম্প্রতি মহম্মদ শামি সরব হয়েছিলেন বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি নিয়ে। ভারতীয় পেসার পুরনো প্রথা ফেরানো নিয়ে আইসিসির কাছে অনুরোধ করেছিলেন।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিম ইন্ডিয়ার জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

Related articles

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং...

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...
Exit mobile version