Friday, January 30, 2026

আগামিকাল থেকে শুরু হচ্ছে আইপিএল, তার আগে বেশ কিছু নতুন নিয়ম আনল বিসিসিআই , দেখে নেওয়া যাক

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তার আগে খেলার নিয়মে বড় বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএল-এ মন্থর ওভার রেটের জন্য নতুন নিয়ম আনল বিসিসিআই।

জানা যাচ্ছে, ম্যাচে মন্থর ওভার রেটের জন্য প্রথমবার দোষী সাব্যস্ত হলে অধিনায়ককে দিতে হয় ১২ লক্ষ টাকা। দ্বিতীয়বার একই অপরাধের জন্য দলের নেতাকে জরিমানা করা হত ২৪ লক্ষ টাকা । আর তৃতীয়বার দোষী হলে ৩০ লক্ষ টাকা জরিমানা, সেই সঙ্গে এক ম্যাচের নির্বাসনের খাঁড়া নেমে আসে অধিনায়কের উপরে। তবে এবার উঠতে চলেছে নির্বাসনের শাস্তি। সূত্রের খবর, তার বদলে থাকছে ডিমেরিট পয়েন্ট এবং বড় অঙ্কের জরিমানা। জানা যাচ্ছে, লেভেল ১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। সেই সঙ্গে পেতে হবে ডিমেরিট পয়েন্ট। তিন বছরের জন্য ওই ডিমেরিট পয়েন্ট থাকবে। অর্থাৎ, প্রথম বার ডিমেরিট পয়েন্ট পাওয়ার তিন বছরের মধ্যে আবার ডিমেরিট পয়েন্ট পেলে তা যোগ হবে। লেভেল ২ অপরাধ করলে ৪ ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোনও ক্রিকেটার। এছাড়াও জানা যাচ্ছে, চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়া ক্রিকেটারকে জরিমানা করা হতে পারে। তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। তবে এই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি। বেশি ডিমেরিট পয়েন্ট পেলে কোনও ক্রিকেটারকে নির্বাসিত করা হতে পারে। গত আইপিএল-এ মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের তৎকালীন অধিনায়ক ঋষভ পন্থ। শাস্তি ভুগছেন হার্দিকও। নির্বাসিত হন তিনি। যার ফলে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক। তবে আসন্ন আইপিএল থেকে এই নিয়ম আর থাকছে না।

এদিকে জানা যাচ্ছে, আইপিএল-এর আগে আরও বেশ কয়েকটি নিয়ম এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । জানা যাচ্ছে, এবারের আইপিএল-এ বলে থুতু লাগানো যাবে এ বার । এই নিয়ে কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। এছাড়াও যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এছাড়া, ওয়াইডের থেকে হক-আই ব্যবহার করা যাবে।

আরও পড়ুন- শনিবার ইডেনে KKR বনাম RCB ম্যাচ, সমর্থকদের জন্য রাতে চলবে অতিরিক্ত মেট্রো রেল

spot_img

Related articles

প্রাক্তন IPS-কে SIR হেনস্থা! তৃণমূলের বিধায়ক হুমায়ুনকে শুনানিতে ডাক

রাজ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নেই! এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের...

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...