Friday, November 7, 2025

ক্যাশলেস ভিক্ষা! গলায় QR কোড ঝুলিয়ে অনলাইনে সাহায্য নেন মুর্শিদাবাদের ‘ভিখারি’ 

Date:

রাস্তাঘাটে হাত পেতে ভিক্ষে চাইছে এরকম মানুষ দেখা মাত্র অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ আবার খুচরো নেই অজুহাত দিয়েও পরিস্থিতি সামাল দিতে চান। কিন্তু মুর্শিদাবাদের ভিক্ষুক তায়েব শেখের (Tayeb Seikh) সামনে এইসব বাহানা টিকবে না। ডিজিটাল লেনদেনের যুগে ভিক্ষা করার জন্য ইউনিক স্টাইল বেছে নিয়েছেন তিনি। গলায় ঝুলিয়ে রেখেছেন কিউআর কোড (QR Code), সঙ্গে আছে পেমেন্ট কনফার্মেশনের ব্লুটুথ স্পিকার! তাহের এখন সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন ‘ভাইরাল ভিখারি’।

গ্রামের ভিক্ষুক অনলাইনে ভিক্ষা নিচ্ছে এই ব্যাপারটা হজম করতে একটু সমস্যা হতে পারে। কিন্তু মুর্শিদাবাদের (Mursidabad) নওদার চণ্ডীপুর গ্রামের তায়েব শেখ এভাবেই ভিক্ষা করেন। জন্ম থেকেই তাঁর দৃষ্টিশক্তি সমস্যা থাকে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। বাবা-মা মারা যাবার পর বয়সের ভারে পেটের টানে বাধ্য হয়ে পথে নেমে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে তাঁকে। যেহেতু চোখে ভালো দেখতে পান না তাই অনেক ক্ষেত্রেই খুচরো টাকা গোনার সমস্যা হতো। বেশিরভাগ লোকে আবার এড়িয়ে যেতেন। তায়েব বলছেন, ‘আগে ভিক্ষা চাইলেই শুনতে হতো খুচরো নেই। ভিক্ষা দেওয়ার ইচ্ছে থাকলেও অনেকে দিতে পারতেন না। অনেকে জানতে চাইতেন অনলাইন আছে কি না। বিষয়টি এক পরিচিতকে জানাই। তিনিই সব শুনে আমাকে ব্যাঙ্কে নিয়ে যান। এখন আর সমস্যা হয় না। খুচরোর সমস্যার কথা বলেই কিউআর কোড এগিয়ে দিই।’ চণ্ডীপুরের সীমানা ছাড়িয়ে লাগোয়া হরিহরপাড়া, বেলডাঙাতেও ছড়িয়ে পড়েছে তায়েবের কথা। ডিজিটাল ইন্ডিয়ায় তাঁর ভিক্ষা করার নয়া পদ্ধতি দেখে সকলের কাছে তিনি পরিচিত হয়েছেন নতুন নামে – ‘ফোন পে ভিখারি’।

 

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version