Monday, August 25, 2025

বিরাটদের বিরুদ্ধে নামার আগে একাধিক নজিরের সামনে দাঁড়িয়ে রাসেল-নারিন

Date:

আগামিকাল থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেটের মহারণ। ইডেনে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। আর এই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে কেকেআরের দুই তারকা ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।

আগামিকাল আরসিবির বিরুদ্ধে নামবে কলকাতা। এই ম্যাচে খেলতে নেমে ২ উইকেট নিলেই নজির গড়বেন নারিন । কেকেআরের পুরোনো ভরসা সুনীল। বল হাতে বহু ম্যাচে ভরসা দিয়েছেন তিনি। আর শনিবার আরসিবির বরিুদ্ধে ২টি উইকেট নিলেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন ক্যারিবিয়ান এই তারকা । আইপিএলে মোট ১৮০টি উইকেট নিয়েছেন নারিন। আর কেকেআরের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’র ম্যাচে নিয়েছেন আরও ১৮টি উইকেট । অর্থাৎ, কেকেআরের জার্সিতে নারিনের উইকেট সংখ্যা ১৯৮টি। আর সেই ক্ষেত্রে আগামিকাল বিরাটদের বিরুদ্ধে দুটি উইকেট নিলেন কেকেআরের হয়ে ২০০ উইকেটের নেওয়ার নজির গড়বেন নারিন। শুধু তাই নয়, শনিবার আরসিবির বিরুদ্ধে ৩টি ছক্কা মারলেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন তিনি।

তবে শুধু নারিন নয়, নজিরের সামনে দাঁড়িয়ে আন্দ্রে রাসেলও। শনিবার ইডেনে আরসিবির বিরুদ্ধে মোটে ১৬ রান করলেই আইপিএলের ইতিহাসে আড়াই হাজার রান পূর্ণ করবেন আন্দ্রে রাসেল। দ্রে রাস এখনও পর্যন্ত আইপিএলের ১২৭টি ম্যাচে করেছেন ২৪৮৪ রান।

আরও পড়ুন- বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দাপুটে জয় ব্রাজিলের, কলম্বিয়াকে হারাল ২-১

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version