Saturday, November 15, 2025

রাষ্ট্রপতির চা চক্রেও অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের আবেদন বাংলার সাংসদের

Date:

রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মুর আমন্ত্রিত চা চক্রেও অপরাজিতা বিল পাশ নিয়ে দরবার করতে পিছপা হল না তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে চা চক্রে বাংলার লোকসভা ও রাজ্যসভার  সব সাংসদদের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলার পাশাপাশি  আমন্ত্রিত ছিলেন দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা, গোয়া, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যের সাংসদরাও।জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে সাক্ষাতের সুযোগ কাজে লাগিয়ে অল্প সময়ের ফটোসেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মাঝেই কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন ও জুন মালিয়ারা একত্রে রাজ্যের অপরাজিতা বিল দ্রুত পাশের আবেদন করেন রাষ্ট্রপতিকে।তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তার মনে আছে।

এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তার সঙ্গে এই অপরাজিতা বিল  নিয়ে সাক্ষাৎ করেছিলেন। এই বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত তিনি করেন।যদিও পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিতে অপরাজিতা বিল পাস হলেও অনুমোদনের জন্য আটকে রয়েছে রাষ্ট্রপতির কাছে। ছমাসের বেশি সময় অতিক্রম হয়ে গিয়েছে, তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল দ্রুত বিলটির ছাড়পত্র নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দরবার করেছেন, কিন্তু এখনও অবধি মেলেনি ছাড়পত্র।

প্রসঙ্গত, বাংলার অপরাজিতা বিলটির সম্পর্কে  বিস্তারিত তথ্য ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এই বিলটি কার্যকর হলে নিশ্চিতভাবে মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড, দোষী এবং ধর্ষকদের দ্রুত শাস্তির প্রদানের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে রাজ্যে। এদিন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে লোকসভার বর্ষিয়ান সংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মন্ডল, শতাব্দি রায়, জুন মালিয়া, কীর্তি আজাদ ও ইউসুফ  পাঠান এবং রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়, দোলা সেনরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চা চক্রে উপস্থিত ছিলেন।

 

Related articles

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...
Exit mobile version