Saturday, August 23, 2025

ক্যাশলেস ভিক্ষা! গলায় QR কোড ঝুলিয়ে অনলাইনে সাহায্য নেন মুর্শিদাবাদের ‘ভিখারি’ 

Date:

রাস্তাঘাটে হাত পেতে ভিক্ষে চাইছে এরকম মানুষ দেখা মাত্র অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ আবার খুচরো নেই অজুহাত দিয়েও পরিস্থিতি সামাল দিতে চান। কিন্তু মুর্শিদাবাদের ভিক্ষুক তায়েব শেখের (Tayeb Seikh) সামনে এইসব বাহানা টিকবে না। ডিজিটাল লেনদেনের যুগে ভিক্ষা করার জন্য ইউনিক স্টাইল বেছে নিয়েছেন তিনি। গলায় ঝুলিয়ে রেখেছেন কিউআর কোড (QR Code), সঙ্গে আছে পেমেন্ট কনফার্মেশনের ব্লুটুথ স্পিকার! তাহের এখন সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন ‘ভাইরাল ভিখারি’।

গ্রামের ভিক্ষুক অনলাইনে ভিক্ষা নিচ্ছে এই ব্যাপারটা হজম করতে একটু সমস্যা হতে পারে। কিন্তু মুর্শিদাবাদের (Mursidabad) নওদার চণ্ডীপুর গ্রামের তায়েব শেখ এভাবেই ভিক্ষা করেন। জন্ম থেকেই তাঁর দৃষ্টিশক্তি সমস্যা থাকে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। বাবা-মা মারা যাবার পর বয়সের ভারে পেটের টানে বাধ্য হয়ে পথে নেমে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে তাঁকে। যেহেতু চোখে ভালো দেখতে পান না তাই অনেক ক্ষেত্রেই খুচরো টাকা গোনার সমস্যা হতো। বেশিরভাগ লোকে আবার এড়িয়ে যেতেন। তায়েব বলছেন, ‘আগে ভিক্ষা চাইলেই শুনতে হতো খুচরো নেই। ভিক্ষা দেওয়ার ইচ্ছে থাকলেও অনেকে দিতে পারতেন না। অনেকে জানতে চাইতেন অনলাইন আছে কি না। বিষয়টি এক পরিচিতকে জানাই। তিনিই সব শুনে আমাকে ব্যাঙ্কে নিয়ে যান। এখন আর সমস্যা হয় না। খুচরোর সমস্যার কথা বলেই কিউআর কোড এগিয়ে দিই।’ চণ্ডীপুরের সীমানা ছাড়িয়ে লাগোয়া হরিহরপাড়া, বেলডাঙাতেও ছড়িয়ে পড়েছে তায়েবের কথা। ডিজিটাল ইন্ডিয়ায় তাঁর ভিক্ষা করার নয়া পদ্ধতি দেখে সকলের কাছে তিনি পরিচিত হয়েছেন নতুন নামে – ‘ফোন পে ভিখারি’।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version