Thursday, August 21, 2025

যাদবপুরের মেন হস্টেলে ফের র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তের নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

Date:

ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।এবার মেন হস্টেলে ফের র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল। আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি আবার চিহ্নিত ‘র‌্যাগার’।স্নাতকোত্তর পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল এক দল পড়ুয়ার বিরুদ্ধে। র‍্যাগিং বিরোধী প্রচার করায় তাকে ‘র‍্যাগ’ করা হয়েছে বলে অভিযোগ। সঙ্গে তার পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি।

অভিযোগ, চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়। শুধু এখানেই থেমে থাকেনি র‌্যাগাররা।অভিযোগ, আক্রান্ত ছাত্রের মাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। ছাত্রকে হুমকি দিয়ে জোর করে ‘কিছুই হয়নি’ মুচলেকাও লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে পোস্টও দিতে হয়েছে।

এই  ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা গিয়েছে, ১৮ মার্চ বিকাল ৫টা নাগাদ মেন হস্টেলে যান ফিল্ম স্টাডিজ বিভাগের ওই ছাত্র। সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রের সঙ্গে তার বচসা হয়।এই অশান্তির পর স্নাতকোত্তর বিভাগের ওই ছাত্র মেন হস্টেলে হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। এর সঙ্গেই উঠে এসেছে র‌্যাগিংয়ের বিষয়টিও। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ফের সামনে এসেছে ২০২৩ সালের অগাস্টের ঘটনা। মেন হস্টেলেই র‌্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের! নদিয়ার বাসিন্দার মৃত্যুর পর তোলপাড় হয় রাজ্য।

র‌্যাগিং, যৌন হেনস্থা ও মৃত্যুতে নাম জড়িয়ে রয়েছে এদের অনেকেরই। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও দোষী সাব্যস্ত এরা। তবে আদালতের রক্ষাকবচ থাকায়, ইউনিভার্সিটি কোনওভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি।ফিল্ম স্টাডিজ দ্বিতীয় বর্ষের ওই ছাত্র অ্যান্টি র‌্যাগিং কমিটির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version