Saturday, May 3, 2025

বিধানসভার আসনের টার্গেট ক্রমশ কমাচ্ছেন শুভেন্দু! ভোটের সময় মাইনাসে রান করবে: কটাক্ষ কুণালের

Date:

আব কি বার/দোসো পার- বিজেপির (BJP) ২০২১-এর এই হুঙ্কার থেমে গিয়েছে অনেক দিন। এখন প্রতিদিনই আসন জয়ের লক্ষ্যমাত্রা কমাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ২০ তারিখ দলীয় নেতা-কর্মীদের ১৮০টি আসনের লক্ষ্য বেঁধে দাওয়া শুভেন্দু, ২১ মার্চ ১৫০টি আসনের টার্গেট দিলেন। এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যে রেটে নামছে তাতে ভোট আসতে আসতে মাইনাসে রান করবে বিজেপি।

গত বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করা মোদি-শাহদের ‘আব কি বার/দোসো পার’ স্লোগানের পরেও ১০০-র গণ্ডি পেরতে পারেনি পদ্ম শিবির। বিজেপি পেয়েছিল মাত্র ৭৭ টি আসন। যদিও চার বছরে বিজেপি বিধায়কের সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে ষাটের ঘরে। সামনের বছর বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে দলীয় সমর্থকদের সামেন টার্গেট বাঁধতে গিয়ে নিজের বলা সংখ্যা নিজেই কমাচ্ছেন শুভেন্দু (Shubhendu Adhikari)। বৃহস্পতিবার তমলুকের সভা থেকে তিনি বললেন, ”পূর্ব মেদিনীপুরের ১৬ আসনেই জিতব, অন্তত ১৮০ হব আমরা।” আর ২৪ ঘণ্টার মধ্যে আরে টার্গেট কমালেন তিনি। শুক্রবার বহরমপুরের দলীয় জনসভায় শুভেন্দু বলেন, তাঁদের লক্ষ্য ১৫০ আসন। অর্থাৎ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আর উগ্র সাম্প্রদায়িক প্রচারের জেরে যে বাংলায় পায়ের তলায় মাটি সরছে তা ভালোই বুঝতে পেরেছেন বঙ্গ বিজেপির নেতা। পরিস্থিতি বুঝে টার্গেট ২০০ থেকে ধাপে ধাপে ১৫০-এ নামিয়েছেন তিনি।

এই নিয়ে তীব্র খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। কটাক্ষ করে তিনি বলেন, এটা হচ্ছেটা কী! এতো ক্রমশ কমছে। কুণাল বলেন, আগের বার দোসো পার বলে চিৎকারের পরে ৭৭ আসন পেয়েছিল। এখন কমে ৬০-৬২-তে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ১৮০ টার্গেট দিয়ে ২৪ ঘণ্টাও কাটেনি শুক্রবার বিরোধী দলনেতা বলছেন ১৫০ আসন পাবেন। এর পরেই খোঁচা দিয়ে কুণাল বলেন, এরকম চললে ভোট আসতে আসতে মাইনাসে রান করবে বিজেপি।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version