জল্পনার অবসান, পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান সোমনাথ দে

পানিহাটির পরবর্তী পুরপ্রধান কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার সকাল সাড়ে ১১টায় পানিহাটি পুরসভার সব কাউন্সিলরকে একটি বৈঠকে ডেকে পাঠানো হয়।সেই বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়়ান্ত হয়।এই বৈঠকে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।সেখানেই নতুন পুরপ্রধান হিসাবে সোমনাথ দে-র নাম চূড়ান্ত হয়।বৃহস্পতিবার নির্মল জানিয়েছিলেন, পানিহাটির পরবর্তী পুরপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সব কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসবেন তিনি।

মলয় রায়ের জায়গায় দায়িত্ব পেলেন পার্থ ভৌমিক ঘনিষ্ঠ সোমনাথ দে। দায়িত্ব পেয়েই অমরাবতী মাঠ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। সোমনাথ জানান, সরকার-দল যা চাইবে তাই-ই হবে। পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন বিরোধীদের নিয়ে বিন্দুমাত্রও চিন্তিত নন তিনি।

প্রসঙ্গত, নাগরিক পরিষেবা-সহ বিভিন্ন বিষয়ে পানিহাটির সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়ের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। স্থানীয় অমরাবতী মাঠের বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রির পরিকল্পনা সংক্রান্ত বিতর্কে হস্তক্ষেপ করতে হয় খোদ মুখ্যমন্ত্রীকে। প্রায় ৮৫ বিঘার ওই মাঠ অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দলের কাউন্সিলরেরাই পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। পাশাপাশি, পুরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে চাঁদা তোলার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।শেষ পর্যন্ত ১৭ নম্বর ওয়ার্ডের দলীয় কাউন্সিলর সোমনাথ দে-কে পানিহাটির পুরপ্রধান নির্বাচিত করা হয়েছে।