Monday, August 25, 2025

অর্থনীতি ডুবছে, আড়াই বছরে মোদির ৩৮ বিদেশ যাত্রায় খরচ ২৫৮ কোটি!

Date:

দেশের অর্থনীতি ডুবছে, আর জনসাধারণের করের টাকা খরচ করে প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। বিগত আড়াই বছরে নয় নয় করে ৩৮টি বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর এই সফরগুলিতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। না, এটা নিছক বিরোধীদের অভিযোগ নয়, কেন্দ্রের সরকারই বৃহস্পতিবার রাজ্যসভায় এই রিপোর্ট পেশ করেছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রিপোর্ট পেশ করে জানান, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের হিসেব দিয়ে তিনি জানান, একটি একক সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে। সেবার প্রধানমন্ত্রী গিয়েছিলেন মার্কিন সফরে। ওই একটি সফরেই মোট খরচ হয় ২২ কোটি টাকার বেশি। এরপর ২০২৩ সালের মে মাসে জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি টাকার মতো। ২০২৪ সালের সেপ্টেম্বরের আমেরিকা সফরে খরচ ১৫ কোটির কিছু বেশি।

এছাড়াও এই সময়কালে মোদি গিয়েছেন জার্মানি, কুয়েত, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি. উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, গ্রিস, পোল্যান্ড, রাশিয়া, নেপাল-সহ বহু দেশেই। এদিন প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সামগ্রিক খরচের বিস্তারিত বিবরণ জানতে চান রাজ্যসভার বিরোধী দলনেতা। তার ভিত্তিতেই তথ্য পেশ করা হয় বিদেশমন্ত্রকের তরফে।

গত ফেব্রুয়ারিতে ফের আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে প্রত্যাবর্তনের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল এটি।

আরও পড়ুন- রাষ্ট্রপতির চা চক্রেও অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের আবেদন বাংলার সাংসদের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version