ক্রীড়া ক্ষেত্রে ফের শোকের ছাঁয়া। প্রয়াত বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফোরম্যান। ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’-এ মহম্মদ আলির সঙ্গে লড়েছিলেন তিনি। ফোরম্যানের মৃত্যুর খবর পরিবারের তরফ থেকে জানান হয়েছে।

এদিন ফোরম্যানের পরিবার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম্যান মারা গিয়েছেন। ২১ মার্চ তিনি প্রয়াত হন। সেই সময় পরিবার তাঁর পাশেই ছিল। উনি যেমন একজন ভাল স্বামী তেমনি একজন ভাল বাবাও।“

ফোরম্যান ৮১টি ম্যাচে জিতেছেন ৭৬টিতে। দুবারের এই বিশ্বচ্যাম্পিয়ন ১৯৬৮-র মেক্সিকো সিটি অলিম্পিকে প্রচারের আলোয় আসেন। মাত্র ১৯ বছর বয়সে হেভিওয়েটে স্বর্ণপদক জিতেছিলেন। ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’-এ মহম্মদ আলির সঙ্গে লড়েছিলেন তিনি।

আরও পড়ুন- আজ ইডেনে মুখোমুখি KKR-RCB, কী বলছে আবহাওয়া, বৃষ্টির কারণে ভেস্তে গেলে কীহবে ম্যাচের ভাগ্য ?

–

–

–

–

–

–

–

–