Thursday, August 21, 2025


কুণাল ঘোষ, সফরসঙ্গী

দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন (London) যাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, সন্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে উদ্দীপনা ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে। লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরেও জনসংযোগ সারেন তিনি। বিশ্ববাংলা স্টলে গিয়ে মসলিন শাড়ি দেখেন, কথা বলেন। স্টলে রাখা দুর্গা প্রতিমার কপালে টিপ পরিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিমানবন্দরে ঢুকে প্রথমেই বিশ্ববাংলার স্টলে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে কথা বলেন মসলিন শাড়ি নিয়ে। কত ধরনের মসলিন হয় সে বিষয়ে কথা বলেন। হঠাৎ মমতার চোখে পড়ে স্টলে রাখা দুর্গা প্রতিমার দিকে। প্রশ্ন তোলেন প্রতিমার কপালে টিপ নেই কেন? টিপ পরাতে চান তিনি। সেই সময় সুনীতা পারেখ নামে এক মহিলা যাত্রী নিজের ব্যাগে রাখা টিপের পাতা এগিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। নিজের হাতে প্রতিমার কপালে টিপ পরিয়ে দেন মমতা। হাতে পরিয়ে দেন বাঁধানো পলা। উপস্থিত সকলে বলে ওঠেন, প্রতিমার রূপ বদলে গেল।
আরও খবরঅসুবিধা হলে দেখে নেব: বিদেশ সফরের আগে আশ্বাস মুখ্যমন্ত্রীর, তুললেন কলকাতা-লন্ডন উড়ানের প্রসঙ্গও

সুনীতা পারেখ নামে ওই মহিলা কলকাতা থেকে ভিয়েতনাম যাচ্ছেন। তাঁর সঙ্গে আলাপ করে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। উপহার দেন একজোড়া দুল।

এর পরে বিমানবন্দরে যত এগিয়েছেন উপস্থিত যাত্রীদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মনোজ পন্থ, গৌতম সান্যাল-সহ প্রশাসনিক আধিকারিক ও সাংবাদিকরা।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে সি-অফ করতে আসেন। তাঁদের এই দিন পাঁচেক সবদিকে নজর রাখতে বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version