Saturday, November 8, 2025

দলকে চাঙ্গা করতে CPIM-এর ভরসা দক্ষিণী সুপারস্টাররা! পার্টি কংগ্রেসে প্রকাশ রাজ-বিজয় সেতুপতির অনুষ্ঠান

Date:

হালে পানি পাচ্ছে না কিছুতেই। লাল বাঁচাতে এবার দক্ষিণী ফিল্মস্টারদের মঞ্চ ডাকছে CPIM। বিরোধীদের মঞ্চে বিনোদন জগতের তারকারা উপস্থিত থাকলে কটাক্ষ করতে ছাড়েন না বাম নেতারা। লোক টানার কৌশল বলে পরিহাস করেন। এবার তামিলনাডুর মাদুরাইয়ের (Madurai) পার্টি কংগ্রেসে (Party Congress) দক্ষিণী সুপারস্টার নিয়ে অনুষ্ঠান করাতে চায় সিপিএম। পার্টি কংগ্রেসের সূচি অনুযায়ী, বিজয় সেতুপতি, প্রকাশ রাজ-সহ অনেকেই অনুষ্ঠান করবেন। শুধু তাই নয়, সাম্প্রতিক বিষয় নিয়ে ভাষণও দেবেন তাঁরা।

২ থেকে ৬ এপ্রিল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস (Party Congress) শুরু হচ্ছে মাদুরাইয়ে। গত লোকসভা নির্বাচনে সিপিএম যে চারটি আসনে জিতেছিল তার একটি এই মাদুরাই। এবারের পার্টি কংগ্রেসের জন্য তামিলনাড়ুর এই জায়গাতেই বেছেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নানা অনুষ্ঠানও হবে পাঁচদিনের পার্টি কংগ্রেসে। সেখানেই শেষের দিকে দুদিন রয়েছে দক্ষিণী অভিনেতাদের পারফরম্যান্স। ৪ ও ৫ এপ্রিলের অনুষ্ঠানে অংশ নেবেন প্রকাশ রাজ, বিজয় সেতুপতি, মারি সেলভারাজ, রোহিনী। পারফর্ম করার পাশাপাশি একাধিক সামজিক বিষয়ে তাঁরা বক্তব্য রাখবেন বলে খবর।
 আরও খবরকেন্দ্রের ডিলিমিটেশন বিরোধিতা: চেন্নাইতে প্রথম বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রীরা

বেছে বেছে বিজেপি (BJP) বিরোধী ও বামমনস্ক অভিনেতাদের আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। কেরালা ছাড়া আর কোথাও সিপিএম ক্ষমতায় নেই। উত্তরের মতো দক্ষিণ ভারতেও কমিউনিস্ট পার্টির রং ফিকে হতে হতে বিলীন হয়ে যাচ্ছে। সমালোচকদের কথায়, লাল ফিকে হয়ে গেরুয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তারকাদের মুখকে কাজে লাগিয়ে যদি কটা আসন বাড়ানো যায়, সেই চেষ্টা করছে সিপিএম। তবে, এই চাল কাজে আসবে কি না তা নিয়ে সন্দেহ দলের অন্দরেই।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version