Wednesday, December 17, 2025

লাগাতার বেলাগাম দিলীপ! তৃণমূলকে রাস্তায় ফেলে মারের নিদান, পাল্টা চ্যালেঞ্জ শাসকদলের

Date:

Share post:

এক কথায় কার্যত ‘ঘরছাড়া’, পদছাড়া দিলীপ ঘোষ (Dilip Ghosh)। না বিধায়ক, না মন্ত্রী। সেই কারণেই বোধহয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁর পুরনো কেন্দ্রে প্রার্থী হতে মরিয়া হয়ে বাজার গরম করা শুধু করেছেন বিজেপি (BJP) নেতা। পুরনো স্টাইলে বেলাগাম কুকথার ফোয়ারা ছোটাচ্ছেন দিলীপ। শুক্রবার, মহিলাদের গলা টিপে দেওয়ার হুমকি দেওয়ার পরে শনিবার তৃণমূল নেতাদের বাড়ি থেকে তুলে এনে রাস্তায় ফেলে মারার নিদান দেন দিলীপ। পাল্টা তাঁর বাড়ি সমানে গিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

সাংসদ থাকাকালীন দেওয়া টাকায় রাস্তার উদ্বোধন করতে শুক্রবার খড়গপুর শহরে ৬ নম্বর ওয়ার্ডে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে তাঁকে স্থানীয় মহিলারা প্রশ্ন করেন, “দাদা এত দিন কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে এক দিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন?“ প্রশ্ন শুনেই মেজাজ হারান প্রাক্তন বিজেপি সাংসদ। মহিলাদের উদ্দেশে বলেন, “আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়,! যাও গিয়ে প্রদীপ সরকারকে (Pradip Sarkar) জিজ্ঞেস করবে, যাও।“ এই কথা শুনে স্বভাবিক ভাবেই রেগে যান স্থানীয়রা। এক মহিলা সরাসরি বলেন, “আপনি বাপ তুললেন কেন? আপনি সাংসদ ছিলেন।“ পাল্টা দিলীপকে বলতে শোনা যায়, “শুধু বাপ নয়, চোদ্দোপুরুষ তুলব।“ এর পরেই চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মহিলাদের উদ্দেশে বেলাগাম আক্রমণ করে দিলীপ বলেন, “এই চেঁচাবে না, গলা টিপে দেব। টাকা দিয়েছি…।“ পরিস্থিতি আরও উত্তপ্ত হতেই সেখান থেকে নিরাপত্তারক্ষীদের ঘেরা টোপে নিরাপদে বেরিয়ে আসেন দিলীপ।

শনিবার সকালে খড়গপুর শহরের বোগদা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি সাফ জানান, শুক্রবারের মন্তব্যে তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নয়। পাল্টা হুমকি নিয়ে দিলীপ বলেন, “মেজাজ হারাইনি। মেজাজ ঠিক রেখেই বলছি। যা বলেছি, ঠিক বলেছি। কোনটা কুকথা, কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব। হেডলাইন করুন, এরপর ওরা বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারব নাহলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।”

এখানেই থামেননি বিজেপি নেতা। তাঁর কথায়, “যারা ল্যাজ গুটিয়ে ঘরে বসে থাকে, চমকে দিলে প্রস্রাব করে ফেলবে, তাদের কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে? আমাকে বেশি ভদ্রলোকি দেখাতে আসবেন না!”

কুকথার জেরে দলের তরফে শাস্তি হলেও মুখে লাগাম টানবেন না উদ্ধত দিলীপ ঘোষ। বলেন, “দিলীপ ঘোষ এই মেজাজেই কথা বলবে। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না।”

দিলীপকে চ্যালেঞ্জ ছুড়ে এদিন তাঁর বাড়ি সামনে জড়ো হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের কথায়, ওনাকে বাড়ি থেকে বের করে আনতে হবে না। আমরা দিলীপ ঘোষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হিম্মত থাকলে গায়ে হাত দিন। কোনও পতাকা ছাড়াই জড়ো হন তৃণমূলের নেতা কর্মীরা। বিজেপি নেতার মন্তব্যের নিন্দা করে এদিন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “অসভ্য কথার প্রতিযোগিতা চলছে। বিজেপি তো আর পার্টি নেই সার্কাস হয়ে গিয়েছে।”
আরও খবর: ভাঙড়ে আক্রান্ত পুলিশ, জমি বিবাদ মেটাতে গিয়ে মার খেতে হল কনস্টেবলকে!

রাজনৈতিক মহলের মতে, আগামী নির্বাচনে টিকিট বা বিজেপি-র রাজ্য সভাপতির পদ, কোনও একটি পেতে মরিয়া দিলীপ ফের কুকথা দিয়ে নিজের অস্তিত্ব জাহির করতে চেষ্টা করছেন। তবে, বিজেপি সূত্রে খবর, এই ধরনের মন্তব্য মোটেও ভালো চোখে দেখছেন না বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বিষয় নিয়ে আজই বৈঠক করে দিলীপের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

spot_img

Related articles

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...