আর মাত্র কয়েক ঘণ্টা, প্রকৃতির চোখরাঙ্গানিকে উপেক্ষা করে ইডেন (Eden gardens) মাতাতে আজ মঞ্চে বলিউড বাদশা। শুক্রবার রাতেই শহরে এসেছেন কিং খান। বিমানবন্দরে শাহরুখকে (Shahrukh Khan) দেখতে অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসাহী অনুরাগীদের নিরাশ করেননি টিনসেল টাউনের ‘জওয়ান ‘। তবে আজ শুধুমাত্র তারকা অভিনেতা হিসেবে নয় বরং গৃহকর্তার ভূমিকায় মাঠে ধরা দিতে চলেছেন বলিউড বাদশা। ইডেন কেকেআরের (KKR) ঘর। আর সূত্র বলছে, আইপিএলের (IPL) ১৮-তম সংস্করণের উদ্বোধনী মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে শাহরুখকে।

গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে প্রথম ম্যাচে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) । উন্মাদনার পারদ তুঙ্গে। কানায় কানায় পূর্ণ থাকতে চলেছে ইডেন গার্ডেন্স। কেকেআরের জার্সি পরা ছোট্ট ছেলেটাও জানে বিরাট যখন ব্যাট করতে নামবেন তখন কোহলির রব শোনা যাবে ক্রিকেটের নন্দনকানন জুড়ে। উদ্বোধনী জলসায় অনুষ্ঠান করার জন্য শহরে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), দিশা পাটানি ও করণ আউজলারা তো আছেনই। এছাড়াও বলিউডের আরো এক ঝাঁক তারকার উপস্থিতির গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সবকিছুর মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু সঞ্চালক শাহরুখ খান। কয়েকদিন আগেই জয়পুরে আইফার (Iifa Awards) পুরস্কার বিতরণী মঞ্চে যেভাবে নাচের পারফরমেন্সে আগুন ঝরিয়েছেন তাতে বয়স দিনে দিনে বাড়ছে না কমছে, বোঝা দায়। আর সঞ্চালনায় শাহরুখ (SRK )যে কতটা সিদ্ধ হস্ত তা আর বলার অপেক্ষা রাখে না। ফিল্মের নানা অনুষ্ঠানে তো তাঁকে এই ভূমিকায় দেখা যায়ই, অতীতে আইপিএলের উদ্বোধনেও সঞ্চালনা করেছেন।এক বার লখনৌতে সেই সময়কার ভারতীয় দলের স্পনসর সহারার একটি অনুষ্ঠানে সৌরভ আর দ্রাবিড়কে নাচিয়েছিলেন। একই অনুষ্ঠানে শ্রীসন্থের সঙ্গে ব্রেক ডান্স করেন তিনি। যুবরাজকে দিয়ে ‘দেবদাস’-এর সংলাপ বলিয়েছিলেন। এবার কি তাহলে তার নজরে থাকবেন বিরাট কোহলি? মুখে কুলুপ এঁটেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? এলইডি আলোকছটায় মোহময়ী ইডেন গার্ডেন্সে নিজের সুরেলা কণ্ঠ উজাড় করে দিতে প্রস্তুত শ্রেয়া। ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার মঞ্চে পারফরম্যান্সের চমক দিতে রেডি শাহরুখ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, গত এক দশকের সেরা মহাযজ্ঞের তালিকা তৈরি হলে শনিবারের আইপিএলের বোধন স্বচ্ছন্দে জায়গা করে নেবে। আসুন তো একটাই বরুণ (Varun Chakraborty) বনাম বিরাট (Virat Kohli) লড়াইয়ে, প্রকৃতির বরুণদেব আবার নাক গলাতে আসবেন না তো? কাউন্ট ডাউন শুরু!

–

–

–

–

–

–

–

–

–

–