ড্রোনের মাধ্যমে পুর এলাকাগুলিতে জরিপের কাজ শুরু রাজ্যের

ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে একটি সার্বিক নিকাশের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে

ফাইল চিত্র

রাজ্য নতুন মৌজা ভিত্তিক ভূ মানচিত্র তৈরী করছে। তার অঙ্গ হিসেবে রাজ্য সরকার ড্রোনের মাধ্যমে পুর এলাকাগুলিতে জরিপের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই জিআইএস বা ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে সমস্ত পুরসভায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শেষ হয়েছে। উত্তরবঙ্গের ফালাকাটায় ড্রোন ব্যবহার করে জরিপের কাজ শেষ হয়েছে। সেখানে বর্তমানে জিও রেফারেন্স এর কাজ চলছে বলে পুরো ও নগর উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দফতর।

এছাড়া রাজ্যের শহরাঞ্চলে জমা জলে সমস্যা থেকে পাকাপাকি মুক্তি পেতে ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে একটি সার্বিক নিকাশের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমা এবং বিধাননগর পুরসভা এলাকার আধুনিক নিকাশি প্রকল্পের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজপুর সোনারপুর, বারুইপুর পুরসভার জন্য ১ কোটি ২০ লক্ষ এই মাস্টার প্ল্যান নির্মাণের বিকল্প প্রকল্প রিপোর্ট তৈরীর কাজ শেষ বলেও জানা গিয়েছে। এছাড়া চন্দননগর ভদ্রেশ্বর, চাঁপদানি পুর এলাকায় জিআইএস ভিত্তিক ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরির জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর ,বৈদ্যবাটি পুর এলাকায় প্রকল্পের চূড়ান্ত কাজ কয়েক দিনের মধ্যেই শুরু হবে বলে জানা গিয়েছে।