রাগের বশে যোগী রাজ্যের পুলিশ প্রশাসনের স্বরূপ ফাঁস করে দিলেন বিজেপিরই বিধায়ক। নরেন্দ্র মোদির (Narendra Modi) সাধের অযোধ্যাতে (Ayodhya) জমির জবর দখল করছে সরকারি আধিকারিকরা। এমনকি পুলিশ নকল এনকাউন্টার (fake encounter) করছে, এমন তথ্য ফাঁস করলেন বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর। এতদিন যে সব দাবি সমাজবাদী পার্টি (SP) বা কংগ্রেসের বিধায়ক, নেতারা করে এসেছেন, এবার তাতেই মান্যতা দিলেন বিজেপি বিধায়ক।

বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অনেক ক্ষেত্রে ধর্মীয় মিছিলে বিধিনিষেধ আরোপ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তখন রাজ্যের বিজেপি নেতাদের রাজনীতির অঙ্গনে নেমে পড়া দেখা যায় চোখে পড়ার মতো। যোগী রাজ্যেও সেই অছিলায় লুনির বিধায়ক নন্দকিশোর গুর্জরের (Nand Kishor Gurjar) কলস যাত্রা আটকে দেয় যোগী রাজ্যের পুলিশ। রাজনীতিকদের অনুমান, নন্দকিশোর সমাজবাদী পার্টি (SP) ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হওয়ায় পুরনো বিজেপির চক্ষুশুল তিনি।

তবে যোগীর পুলিশের হাতে আটকে গিয়ে দমে যাননি নন্দকিশোর। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডা করে কলস যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আর সেখানেই ফাঁস করেন যোগীর পুলিশ প্রশাসনের ব্যাপক দুর্নীতি। দাবী করেন, বর্তমানে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত সরকার উত্তর প্রদেশে। অযোধ্যায় (Ayodhya) জমি জবর দখল করছেন আধিকারিকরা। নকল এনকাউন্টার (fake encounter) করা হচ্ছে। আধিকারিকরা ভুল পথে চালনা করছেন মুখ্যমন্ত্রীকে।

এমনকি রাজ্যের মুখ্য সচিবের দিকেও আঙ্গুল তুলতে ছাড়েননি বিজেপি বিধায়ক নন্দকিশোর (Nand Kishor Gurjar)। তিনি দাবি করেন উত্তর প্রদেশের মুখ্য সচিব একজন দুর্নীতিগ্রস্ত। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। তিনি এটাও দাবি করেন, উত্তরপ্রদেশ যদি রাম রাজ্য হয় তাহলে সেখানে রামকথা কেন আটকানো হলো পুলিশের পক্ষ থেকে।

কার্যত নন্দকিশোরের কথা সত্যি প্রমাণ করলো সমাজবাদী পার্টির (SP) আনা একের পর এক অভিযোগকে। অযোধ্যায় রাম মন্দির কে ঘিরে যে ধরনের দুর্নীতি যোগী সরকার এবং তার আধিকারিকরা চালিয়েছেন তা নিয়ে বারবার সরব হয়েছিলেন সপা সাংসদ অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এবার তাদের সেই দাবিকেই শিলমোহর দিলেন বিজেপির বিধায়ক নন্দ কিশোর গুর্জর।

–

–

–

–

–

–
