Thursday, August 21, 2025

বিশ্বভারতীর হেরিটেজ প্রাঙ্গনে জারি নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত বদলালেন নতুন উপাচার্য

Date:

বিশ্বভারতীর হেরিটেজ প্রাঙ্গন (heritage complex) জনসাধারণের জন্য খুলে দেওয়ার ঘোষণা করে উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ার পরই নজর কাড়ার চেষ্টা করেছিলেন বিশ্বভারতীর (Visva-Bharati) বর্তমান উপাচার্য প্রবীর কুমার ঘোষ (Prabir Ghosh)। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে ফেললেন তিনি। বিজ্ঞপ্তি জারি করে ফের বন্ধ করা হল হেরিটেজ এলাকায় সর্বসাধারণের প্রবেশ।

বিশ্বভারতীর উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে উপাচার্য প্রবীর কুমার ঘোষ সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন, বিশ্বভারতী (Visva-Bharati) প্রাঙ্গন এখন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। শনিবার সেই সিদ্ধান্ত বদলে বিশ্বভারতীর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, আগের নিয়ম অনুযায়ী শুধুমাত্র রবীন্দ্র ভবন (Rabindra Bhavan) প্রাঙ্গনে সর্বসাধারণের অবাধ যাতায়াতের অধিকার থাকবে।

তবে এবার অতিরিক্ত সংযোজন হিসাবে বিশ্বভারতী হেরিটেজ এলাকায় (heritage complex) ভ্রমনের সুযোগ থাকছে। তার জন্য বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিকের কাছে দুই সপ্তাহ আগে অনুমতি গ্রহণ করতে হবে।

২০২০ সালের আগে পর্যন্ত বিশ্বভারতীর (Visva-Bharati) পাঠভবন (Patha Bhavan) স্কুল ও অন্যান্য হেরিটেজ প্রাঙ্গণ দুপুর ২ টার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হত। করোনা পরিস্থিতির পর থেকে সম্পূর্ণভাবে হেরিটেজ এলাকা সংরক্ষিত করে সর্বসাধারণের প্রবেশের অধিকার বন্ধ করে দেওয়া হয়। আপাতত উপাচার্য প্রবীর কুমার ঘোষ (Prabir Ghosh) পুরনো সিদ্ধান্তই বহাল রাখলেন। যার ফলে বুধ ও বৃহস্পতিবার ছাড়া রবীন্দ্র ভবনে সর্বসাধারণের অবাধ প্রবেশ থাকবে। বাকি অংশ সবার জন্য বন্ধ থাকবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version