মুম্বই ম্যাচে নামার আগে নিজের অবসর নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি ?

নিজের অবসর নিয়ে মাহি বলেন, “ যত দিন ইচ্ছা হবে, তত দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব।

আজ আইপিএল অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তবে তার আগে একটাই প্রশ্ন , এটাই কি মাহির শেষ আইপিএল? আর এই নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি নিজে। বললেন, আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।

নিজের অবসর নিয়ে মাহি বলেন, “ যত দিন ইচ্ছা হবে, তত দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।“ আর ধোনির এই মন্তব্যে স্পষ্ট, এখনও নিজের অবসর নিয়ে কোন পরিকল্পনা করেননি ক্যাপ্টেন কুল।

তবে শুধু ধোনি নন, মাহির অবসর নিয়ে মুখ খুলেছেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডও । সিএসকে অধিনায়ক বলেন, “ সচিন তেন্ডুলকারও ৫১ বছর বয়সেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। তাহলে ধোনিও বা পারবেন না কেন? এখনও তিনি অনেক বছর খেলবেন। ৪৩ বছর বয়সেও যে ভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহিভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যে ভাবে খেলেছে, সে ভাবেই খেলবে।“

আরও পড়ুন- আজ আইপিএল-এ ফের মহারন, চেন্নাইয়ের সামনে মুম্বই