সিপিএমের নীলে মিশল লাল! ‘হেডলাইন’ রসিকতা দেবাংশুর

লাল ছেড়ে নীল সাদা হল কাস্তে হাতুড়ির ব্যাকগ্রাউন্ড (background)। সেই প্রোফাইল ছবি তুলে ধরে পাল্টা ফেসবুকে কটাক্ষ দেবাংশুর (Debangshu Bhattacharya)

রং বদলে অস্তিত্ব রক্ষার চেষ্টা বঙ্গ সিপিএমের। শূন্য থেকে মাইনাসের দিকে রওনা দেওয়া সিপিএম (CPIM) এখন সোশ্যাল মিডিয়া (social media) নির্ভর। আর সেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের আমূল বদল দেখানোর চেষ্টা। যে লাল ছাড়া সিপিএমকে চেনাই দায়, সেই লালই বদলে ফেলা হল ফেসবুকের প্রোফাইল (Facebook profile) ছবিতে। কী হেডলাইন হওয়া উচিত, তা নিয়ে রসিকতা করতে ছাড়লেন না তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

সিপিআইএম ওয়েস্টবেঙ্গল (CPIM West Bengal) পেজে শনিবার হঠাৎই দেখা যায় প্রোফাইল ছবি ও কভার ফটোর পরিবর্তন। আর সেই পরিবর্তন একেবারেই নজরকাড়া। রাতারাতি লাল ছেড়ে নীল সাদা হল কাস্তে হাতুড়ির ব্যাকগ্রাউন্ড (background)। সেই প্রোফাইল ছবি তুলে ধরে পাল্টা ফেসবুকে কটাক্ষ দেবাংশুর (Debangshu Bhattacharya)। তিনি লেখেন, এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন (headline) কোনটা? নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে, “আজ নীল রঙে মিশে গেছে লাল..” মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল।

সিপিএমের পক্ষ থেকে যদিও সৃজন ভট্টাচার্য সাফাই দিয়েছেন, এই রং বদলের তাঁদের অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ একসময় যে রবীন্দ্রনাথকে ব্রাত্য করেছিল সিপিএম, এখন তারই শরণে শূন্যে নামা বামেরা।