Friday, August 22, 2025

বিকালেই জল উত্তর হাওড়ায়: ডাম্পিং গ্রাউন্ডই অবৈজ্ঞানিক, মত বিশেষজ্ঞদের

Date:

টানা তিন দিন জল কষ্টের পর অবশেষে রবিবার জল পেতে চলেছেন উত্তর হাওড়ার (Howrah, north) মানুষ নতুন পথে জলের সরবরাহের (water supply) সমস্ত প্রক্রিয়ায় সম্পন্ন জানালো হাওড়া পুরা নিগম কর্তৃপক্ষ। অন্যদিকে বেলগাছিয়ার (Belgachia) এই ভাগাড় তৈরি অবৈজ্ঞানিকভাবে, মত বিশেষজ্ঞদের। অন্তত ৫০ বছর আগে এই ডাম্পিং গ্রাউন্ড (dumping ground) স্থানান্তর করা প্রয়োজন ছিল তাহলে আজকের বিপর্যয় এড়ানোর সম্ভব হত, জানাচ্ছেন তাঁরা।

ইতিমধ্যেই উত্তর হাওড়ায় জল সরবরাহের জন্য নতুনভাবে পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। দুপুর পর্যন্ত সেই লাইন দিয়ে দূষিত জল বের করার কাজও শেষ হয়েছে। বিকাল ৫ টা থেকে পরিষ্কার জল (water supply) পাবেন উত্তর হাওড়ার বাসিন্দারা, জানানো হয় পুরো নিগমের তরফ থেকে।

তবে ধসে যে এলাকায় পাইপ লাইন ভেঙে গিয়েছে, সেই পাইপ লাইন মেরামত করা সম্ভব নয়। ফলে এখন থেকে নতুন লাইনেই জল সরবরাহ হবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত এই পদ্ধতিতে জল সরবরাহ চলার পর সালকিয়ার নতুন পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে উত্তর হাওড়ার (Howrah, north) বাসিন্দাদের জন্য।

তবে যে ডাম্পিং রাউন্ডের (dumping ground) কারণে এই বিপর্যয়, সেই ডাম্পিং গ্রাউন্ড অন্তত ৫০ বছর আগেই প্রতিস্থাপন প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। রবিবার ঘটনাস্থলে একদল বিশেষজ্ঞ পরিদর্শনে যান। তাঁরা জানান, আবর্জনা জমানোর আগে মাটির বহন ক্ষমতা পরীক্ষা না করায় আবর্জনার চাপে ধস নেমেছে। আরও জানান, এখনও সেখানে মিথেন (methane) গ্যাস জ্বলছে। সেই সঙ্গে প্রচুর পরিমাণ ময়লার চাপে ফের একবার ধস নামতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নিচে গঙ্গার পলি সরে গিয়ে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেখানে দূষিত পদার্থের তরল জমেও বিপর্যয়ের সম্ভাবনার কথা জানাচ্ছেন তাঁরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version