Wednesday, November 12, 2025

দিল্লিতে জিততে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিকানার অপব্যবহার! বিজেপির চক্রান্ত সফল হবে না বাংলায়: অভিষেক

Date:

ভুয়ো ভোটার দিয়ে বাংলা দখলের ষড়যন্ত্র সফল হবে না বিজেপির। ভূতুড়ে এপিক কার্ড রুখতে শেষ দেখে ছাড়বে তৃণমূল। সোমবার দিল্লিতে (Delhi) সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিন বাংলার সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় তৃণমূল সাংসদ অভিযোগ করেন, দিল্লি ভোটে জেতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ানের বাড়ির ঠিকানায় ২৭ জন ভোটারের নাম যোগ করা হয়েছিল। সেই চক্রান্ত বাংলায় সফল হবে না।

অভিষেক বলেন, বিজেপির (BJP) ষড়যন্ত্র হল বাংলায় ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া। পাশাপাশি, ২০ লক্ষ ভোটার যোগ করা হবে। এর আগে দিল্লি, মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও একই ছক কষা হয়েছিল। দিল্লি ভোটে জেতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ানের বাড়ির ঠিকানায় ২৭ জন ভোটারের নাম যোগ করা হয়েছে রলে অভিযোগ অভিষেকের। অরবিন্দ কেজরিওয়াল অনেক দেরিতে এই জালয়াতি টের পেয়েছেন বলে কিছুই করতে পারেননি। এর পরেই অভিষেক বলেন, বাংলায় বিজেপির এই চক্রান্ত সফল করতে দেব না। আমরা সতর্ক আছি। বাংলার মানুষ প্রতিবাদী। তাঁরা কোনও ভাবেই অন্যায় মেনে নেবেন না।

তৃণমূলের (TMC) তরফে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে দরবার করে মুখ্য নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে, সারা দেশে কত ডুপ্লিকেট এপিক কার্ড আছে, তার সংখ্যা জানানো হোক। এই প্রসঙ্গেই অভিষেক বলেন, কমিশন আমাদের ডাকলে আমরা বলব যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাঁদের নাম যোগ করা হয়েছে ভোটার তালিকায়- সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক। এতেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আধার কার্ড যেখানে জাল হচ্ছে, সেখানে আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ করে লাভ কিছু হবে না-মত অভিষেকের।

আরও পড়ুন- পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান মেডিক্যাল কলেজ, স্বীকৃতি আইসিএমআর-এর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version