Friday, November 7, 2025

ফের রাতভর গাজায় হামলা চালাল ইজরায়েলি সেনা। মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর শুরু হয়েছে তুমুল সংঘর্ষ। গতকাল, রবিবার রাতে দক্ষিণ গাজায় (Gaza) ফের বিমান হামলা চলেছে। গাজার খান ইউনুসের নাসির হাসপাতালে এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫১ জনের। মৃত্যু হয়েছে হামাসের (Hamas) এক শীর্ষ কমান্ডারেরও।

গাজার খান ইউনুসের নাসির হাসপাতালে (hospital) চিকিৎসাধীন ছিলেন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল বারহুম। বিমান হামলার জেরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ইজরায়েলি (Israel army) সেনার তরফে জানানো হয়েছে,’আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জঙ্গি হামলা চালাতে হাসপাতালকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে হামাস (Hamas) জঙ্গিরা। সেনাবাহিনী তা জানতে পেরে হামলা চালিয়ে ওই জঙ্গিকে খতম করেছে।’

জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে চলতে থাকা সংঘর্ষে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দু’মাসের যুদ্ধবিরতিতে ইতি টেনে ফের গাজায় হামলা শুরু করে ইজরায়েল ডিফেন্স ফোর্স (Israel defence force)। আর তাতেই আবার মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁতে চলেছে। যুদ্ধে মহিলা এবং শিশু-সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনার পরেই ফের শুরু হয়েছে যুদ্ধ। সকল পণবন্দির মুক্তি এবং হামাস গোষ্ঠীকে পুরোপুরি শেষ না-করা পর্যন্ত ইজরায়েল থামবে না, এমনও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version