Wednesday, August 20, 2025

আর জি করে ধর্ষণ, না গণধর্ষণ: শুক্রবারের মধ্যে সিবিআই-এর জবাব তলব হাইকোর্টের

Date:

আর জি করের ঘটনায় মূল ইস্যুতেই আদতে কতটা অগ্রগতি, তা স্পষ্ট করতে পারেনি এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার হাইকোর্টে সেই প্রশ্নের মুখে সিবিআই। শুক্রবারের মধ্যে ধর্ষণ, না গণধর্ষণ, তা স্পষ্ট করার দিন বেঁধে দিল হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। শুক্রবার ফের এই মামলার শুনানি।

আর জি কর মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা হওয়ার পরেই সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। একই প্রশ্ন তুলে নির্যাতিতার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলা কলকাতা হাইকোর্টকে শোনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়।

পরিবারের তরফ থেকে দাবি করা হয়, আর জি করের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিল কিনা তা এখনও স্পষ্ট করতে পারেনি সিবিআই। সোমবারের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে (CBI) প্রশ্ন করেন, আর জি করার ঘটনা ধর্ষণ না গণধর্ষণ – স্পষ্ট করুক তদন্তকারী সংস্থা।

সে সঙ্গে বিচারপতির প্রশ্ন, ঘটনাটি গণধর্ষণ হলে আর কারা জড়িত এর সঙ্গে। এখনও পর্যন্ত সিবিআই তদন্তে কতটা অগ্রগতি করেছে। সেই সংক্রান্ত বিস্তারিত কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version