Monday, November 3, 2025

বিকেলেই লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান, বাংলার উন্নয়ন লক্ষ্য মুখ্যমন্ত্রীর

Date:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টানা চারদিন ঠাসা কর্মসূচি তাঁর লন্ডন সফরে (London tour)। তার সূচনা সোমবারের হাই কমিশনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তবে মুখ্যমন্ত্রীর নজর বাংলার উন্নয়ন, যার জন্য রবিবার লন্ডন পৌঁছানোর পর থেকেই প্রস্তুতি সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর পাখির চোখ বাংলার উন্নয়ন। বাংলায় বিনিয়োগ। চলতি বছরে সফলতম শিল্প সম্মেলন করার পর এই প্রথম বিদেশ সফর। ফলে বাংলার বিনিয়োগ মানচিত্রে নতুন পালক যোগ করতে যথেষ্ট উৎসাহী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রবিবার লন্ডন পৌঁছে বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) ঢিলছোঁড়া দূরত্বে একটি হোটেলে নিজের রুমে বসে চোখ বুলিয়ে যাচ্ছেন একটার পর একটা ফাইলে।

আজ ২৪ মার্চ সোমবার ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) অনুষ্ঠানের পরদিন ২৫ মার্চ রয়েছে ব্রিটিশ বণিকসভার সঙ্গে শিল্পপতিদের নিয়ে লগ্নি বৈঠক। ২৬ তারিখ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আর ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। ২৮ তারিখ রওনা হয়ে ২৯ মার্চ কলকাতায় ফিরবেন তিনি।

কলকাতা থেকে প্রস্তুতি হোমওয়ার্ক করেই এসেছেন। তবুও লন্ডনে পৌঁছে চলছে শেষ দফায় একবার ঝালিয়ে নেওয়া। দিনভর ফাইলে চোখ রাখতে গিয়ে দফায় দফায় ডেকে নেন তাঁর সঙ্গে আসা মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, প্রিন্সিপাল সচিব গৌতম সান্যালদের। ফাইল ধরে ধরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। শীর্ষ আধিকারিকদের সঙ্গে চলে প্রস্তুতি বৈঠক। কারণ, সামনের তিন-চারটে দিনের একাধিক কর্মসূচিতে বাংলাকে তুলে ধরাই হবে প্রধান কাজ। ফলে বাংলার শিল্প-বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি, সংস্কৃতি সবকিছু নিয়েই একটা ভাল রকম প্রস্তুতি রাখা। কারণ বিনিয়োগের ক্ষেত্রে বাংলা এখন অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠেছে।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version