বাতাসে বহিছে প্রেম…! নতুন ইনিংস শুরু টাইগার উডসের

খেলা ছাড়াও নানা কারণে প্রায়ই শিরোনামে থাকেন কিংবদন্তি গলফার টাইগার উডস। কখনো বিতর্ক, কখনো ব্যক্তিগত সম্পর্কের কারণে আলোচনায় এসেছেন তিনি। কিন্তু এবার আর কোনও রাখঢাক নয়, নিজের প্রেমের কথা নিজেই সকলকে জানালেন বিশ্বের সর্বকালের সেরা গলফ তারকা।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, টাইগার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূ ভেনেসার সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেই জল্পনাতেই এবার সিলমোহর দিলেন টাইগার উডস। রবিবার এক্স হ্যান্ডেলে ভেনেসার সঙ্গে একটি ছবি শেয়ার করে টাইগার লিখলেন, “বাতাসে শুধুই ভালোবাসা। আর তুমি আমার পাশে থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমরা একসঙ্গে জীবনে নতুন পথ চলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সময়ে আমাদের প্রিয়জনেরা এই গোপনীয়তা বজায় রেখেছেন। আমি এর প্রশংসা করি।”

ভেনেসা ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়রের সাথে ২০০৫ সালে বিয়ে করেন। তাঁদের পাঁচটি সন্তান রয়েছে। তবে ১৩ বছরের দাম্পত্যের পর ২০১৮ সালে তারা বিচ্ছেদ হয়। অন্যদিকে, টাইগার উডসের জীবনেও একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিশেষ করে তার বিবাহবহির্ভূত সম্পর্ক এবং যৌন কেলেঙ্কারির কারণে। ২০০৯ সালে এই কেলেঙ্কারির পর তার বিবাহিত জীবনও ধ্বংস হয়ে যায়, এবং স্ত্রী এলিন নর্ডেগ্রেনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তবে এখন, নতুন সম্পর্কের শুরুতে টাইগার এবং ভেনেসা উভয়েই সুখী। টাইগারের গলফ কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের পর এখন তারা প্রেমের মূহূর্তে ভাসছেন।

আরও পড়ুন- দিল্লিতে জিততে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিকানার অপব্যবহার! বিজেপির চক্রান্ত সফল হবে না বাংলায়: অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_