জামিন পেলেন বিরাট ভক্ত ঋতুপর্ণ পাখিরা

জামিন পেলেন বিরাট কোহলির সমর্থক ঋতুপর্ণ পাখিরা। গত শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে যান ঋতুপর্ণ। মাঠে ঢুকে কোহলির পা ছুঁয়ে প্রণাম করেন ১৮ বছরের ওই তরুণ । এরপরই ঋতুপর্ণকে গ্রেফতার করে পুলিশ। আর এদিন সোমবর ব্যাঙ্কশাল আদালতে জামিন পেলেন সেই বিরাট-ভক্ত। তবে জামিন পেলেও, বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে ঋতুপর্ণকে।

জানা যাচ্ছে, ৩২৯ ধারায় গ্রেফতার করা হয়েছিল বিরাট ভক্ত পাখিরাকে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে সোমবার জামিন দেয় ব্যাঙ্কশাল কোর্ট। তবে ঋতুপর্ণ জামিন পেলেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। এক্ষেত্রে ঋতুপর্ণ স্টেডিয়ামে গিয়ে চলতি আইপিএল দেখার সুযোগ আর পাবেন না। এছাড়াও , তাঁকে দেওয়া হবে না ম্যাচের কোনও টিকিটও। এই শর্তশাপেক্ষে জামিন মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল কোর্ট।

জামিন পেয়ে ঋতুপর্ণ বলেন, “ আমি বিরাট কোহলির অন্ধ ভক্ত। ওই দিনটি ভুলব না। তবে আর এরকম করব না।“

আরও পড়ুন- সূর্যকে করা স্টাম্পড আউট নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি ?