Friday, November 28, 2025

London: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় থাকবেন সৌরভ

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্মসূচি। ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেখানে উপস্থিত থাকাবেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি তথা ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)।

লন্ডনে (London) চারদিন টানা ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সোমবার, লন্ডনের স্থানীয় সময় বিকেলেই ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তাঁর নজর বাংলার উন্নয়ন, যার জন্য রবিবার লন্ডন পৌঁছানোর পর থেকেই প্রস্তুতি সেরেছেন বাংলার প্রশাসনিক প্রধান।

২৫ মার্চ রয়েছে ব্রিটিশ বণিকসভার সঙ্গে শিল্পপতিদের নিয়ে লগ্নি বৈঠক। ২৬ তারিখ সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আর ২৭ মার্চ বৃহস্পতিবার ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ‘বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য’ নিয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। আর সেখানে উপস্থিত থাকবেন মহারাজ।

বরাবরই সৌরভের (Sourav Ganguli) সঙ্গে সুসম্পর্ক মমতার। বিসিসিআই থেকে সৌরভকে সরিয়ে দেওযা নিয়ে সরব হয়েছিলেন তিনি। বিজিবিএস-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার শিল্প পরিস্থিতির ভূয়সী প্রশংসা করেন সৌরভ। মুখ্যমন্ত্রী স্পেন সফরেও সস্ত্রীক উপস্থিত ছিলেন বাংলার দাদা। বিদেশের মাটিতেও বাংলার বর্তমান শিল্পোন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি। লগ্নির আহ্বান জানান।

লন্ডনের সঙ্গে সৌরভের এখন নিত্য যোগাযোগ। তাঁর কন্যা সানা সেখানেই চাকরি করেন। এই পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় উপস্থিত থাকবেন সৌরভ।

spot_img

Related articles

WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

বৃহস্পতিবার  দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত...

বেপরোয়া গতি! নিউটাউনে নিয়ন্ত্রণ হারালো স্কুটি, মৃত চালক

রাতের শহরে ফের বেপরোয়া গতি দুচাকার গাড়ির। ফলও মিলল হাতেনাতে। নিউটাউনে অনিয়ন্ত্রিত গতির জেরে দুর্ঘটনার কবলে একটি স্কুটি।...

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ বিবাহ উৎসব’: ভারতীয় ঐতিহ্যের উদযাপন

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'শুভ বিবাহ উৎসব'। আগামী ১৮ নভেম্বের থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শ্যাম...

রবিবারের গেরোয় কমছে ছুটি! ২০২৬-এ পুজোয় মিলবে না টানা বিরতি

২০২৬ সালে সরকারি কর্মীদের উৎসবের ছুটি আগের বছরের তুলনায় কমছে। বৃহস্পতিবার অর্থ দফতর আগামী বছরের সরকারি ছুটির তালিকা...