Tuesday, May 20, 2025

‘বাংলার বাড়ি প্রকল্প’-র দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত শুরু করতে চলেছে রাজ্য

Date:

Share post:

কেন্দ্রের গ্রামীণ আবাস যোজনায় বঞ্চিত গৃহহীনদের মাথার উপরে ছাদ দিতে ‘বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার প্রথম কিস্তির টাকা বিলির কাজ তিন মাস আগেই শেষ হয়েছে। আগামী মাস থেকে  দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু সেই টাকা পাওয়ার শর্ত হলো, প্রথম কিস্তির টাকায় প্রাপকদের বাড়ির ভিত থেকে ঘরের বিম পর্যন্ত কাজ শেষ করতে হবে। তার পরেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আরও ১২ লক্ষ গৃহহীন গরিব মানুষকে এই প্রকল্পে আনার জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। জেলাশাসকদের ইতিমধ্যেই মুখ্যসচিব এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন।

কিন্তু পঞ্চায়েত দফতরের সর্বশেষ রিপোর্ট বলছে, ২১টি জেলার ১২ লক্ষ উপভোক্তা বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা পেলেও প্রায় দেড় লক্ষ বাড়ি তৈরির কাজ এখনও শুরু করতে পারেননি। এর মধ্যে ৫০ হাজার উপভোক্তা তাঁদের সমস্ত নথি পেশ করে টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (ইউডিআইএন) পাননি। অনেকে আবার সেটা পেলেও নানা ত্রুটি থাকায় তা গ্রাহ্য হয়নি। ফলে তাঁরাও হাতে প্রথম কিস্তির টাকা পাননি।

দেখা গিয়েছে, সবচেয়ে বেশি উপভোক্তা ইউডিআইএন পাননি উত্তর ২৪ পরগনায়। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে এই জেলায় ৮২,১২৮ জন নির্বাচিত উপভোক্তার মধ্যে ৫,৩৯২ জন এখনও ইউডিআইএন-এর জন্য নথিভুক্ত হননি। এর পরেই রয়েছে দক্ষিণ দিনাজপুর। পঞ্চায়েত দফতর অবশ্য বলছে, সারা রাজ্যে ৩ লক্ষ ২২ হাজার ৮৭২টি বাড়ির ভিত থেকে বিম পর্যন্ত কাজ প্রায় শেষ। বাকি কাজ চলছে।প্রথম কিস্তির টাকা বিলির পরেও গৃহনির্মাণে এই গড়মসি ভাবাচ্ছে পঞ্চায়েত দফতরকে। নবান্নে পেশ করা পঞ্চায়েত দফতরের রিপোর্টে বলা হয়েছে, ৪৬ হাজার উপভোক্তা টাকা পাওয়ার পরেও তিন মাসে বাড়ি নির্মাণের জন্য ইট,বালি, সিমেন্ট পর্যন্ত সংগ্রহ করতে পারেননি। কাজ শুরু তো পরের কথা। আরও ৫০ হাজারের বেশি উপভোক্তা নির্মাণ সামগ্রী সংগ্রহ করলেও কাজ শুরু করতে পারেননি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই গৃহনির্মাণের গড়িমসি সবথেকে বেশি। রিপোর্টে দেখা গিয়েছে, এর ফলে দক্ষিণ ২৪ পরগনায় ২৬ হাজার, উত্তর ২৪ পরগনায় ১০ হাজারের বেশি বাড়ি নির্মাণের কাজ শুরুই হয়নি। দক্ষিণ দিনাজপুরে সংখ্যাটা প্রায় ৭ হাজার।

 

spot_img

Related articles

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা...

আন্দোলনে চিকিৎসকরা! গরহাজিরায় এনআরএস-এর চিকিৎসকদের নির্দেশিকা কর্তৃপক্ষের

অভয়ার বিচার চেয়ে আন্দোলন থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার প্রকাশ্যে এসেছেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের তরফে আন্দোলনের...

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত...

আদি কৈলাস যাত্রার রুটে ব্যাপক ধস! আটকে কয়েকশো তীর্থযাত্রী-সহ স্থানীয় বাসিন্দা

উত্তরাখণ্ডের (Utterakhand) পিত্রোগড়ে আদি কৈলাস যাত্রার রুটে ধস, আটকে কয়েকশো তীর্থযাত্রী। ভূমিধসের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তীর্থযাত্রীদের...