Thursday, August 28, 2025

আজ দিল্লির সামনে LSG, লখনউ-এর বিরুদ্ধে কি খেলবেন রাহুল ? মুখ খুললেন দলের অধিনায়ক অক্ষর

Date:

আজ আইপিএল-এর প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। গত তিন মরশুম লখনউতে ছিলেন কে এল রাহুল। তবে এই মরশুমে নতুন দল। দিল্লিতে যোগ দিয়েছেন রাহুল। পুরোনো দলের বিরুদ্ধে কি খেলবেন রাহুল সেই নিয়ে মুখ খুললেন দলের অধিনায়ক অক্ষর প্যাটেল। যদিও রাহুলের খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন তিনি।

এই নিয়ে ম্যাচের আগে অক্ষর প্যাটেল বলেন, “দলে যোগ দিয়েছে রাহুল। তবে ওর কিছু ব্যক্তিগত সমস্যা আছে। তাই, ওর খেলার ব্যাপারে এখনও কিছু জানি না। রাহুল ফিরলে আমরা তাকে জিজ্ঞাসা করব। ওর শারীরিক ও মানসিকভাবে কেমন আছে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই জানা যাবে রাহুল খেলবে কিনা। তবে আপাতত কিছু জানি না।“ এখানেই না থেমে দিল্লি অধিনায়ক আরও বলেন, “ ২০১৯ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। একজন ক্রিকেটার হিসেবে আমার বেড়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে এই দল। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া বড় সম্মান। আমাদের দলে বেশ কয়েকজন রয়েছে, যাদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ওদের অভিজ্ঞতা থেকেও শিখছি। কেএল রাহুল এবং ফাফ ডু প্লেসিসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা পাশে রয়েছেন। যা আশ্বস্ত করে। আমাদের দল যথেষ্ট ভালো। ভালো করার ব্যাপারেও আত্মবিশ্বাসী।“

এর আগে লখনউ-এর হয়ে নেতৃত্ব দিয়েছেন রাহুল। কিন্তু মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় এলএসজি। নিলামে ১৪ কোটি টাকায় রাহুকে কিনেছে দিল্লি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শীঘ্রই বাবা হতে চলেছেন রাহুল। তাঁর স্ত্রী অভিনেত্রী আথিয়া শেট্টি অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ তামিম ইকবাল, মাঠেই আক্রান্ত হৃদরোগে

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version