Wednesday, November 5, 2025

সুখবর! বাজেটে ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা

Date:

রাজ্য বাজেটেই সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। ১ এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘভাতা (DA) দেওয়া হবে। মঙ্গলবার, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। এর ফলে আগামী অর্থবর্ষের শুরু থেকে ১৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employee)। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- অশিক্ষক কর্মচারী, স্বশাসিত  সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা,পঞ্চায়েত, পুরসভার কর্মী ও রাজ্য সরকারি পেনশনভোগীরাও বাড়তি মহার্ঘ ভাতার সুযোগ পাবেন।

গত মাসে রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, পে কমিশনের টাকা-সহ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। ফলে টাকার পরিমাণ অনেকটাই বাড়বে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে মোট চারটি দফায়  পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আর এবারের বাজেটে পঞ্চম দফায় ডিএ বাড়ানো হবে বলে আশায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই আশাপূরণ হল। রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employee) মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী।

আরও খবরপানাগড়-কাণ্ডে অভিযোগের প্রকৃতি নিয়েই প্রশ্ন তুলল রাজ্য

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version